ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭

কলাপাড়ায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা স্কাউটস’র মতবিনিময়

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কুয়াকাটা সৈকতে আসা পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা স্কাউটস’র এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৩১মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা স্কাউটস এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মো.রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস’র সম্পাদক নূরুল হক, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ গ্রুপ লিডার সি এম সাইফুর রহমান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রুপ লিডার মো.খলিলুর রহমান, উমেদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ও উপজেলা সহ-সভাপতি মো.হাবিবুর রহমান, ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রুপ লিডার মো.ইব্রাহিম, লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রুপ লিডার জুনায়েত হোসেন খান, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রুপ লিডার অবনি কুমার রায়, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ও উপজেলা স্কাউটস লিডার মো.নিজাম উদ্দিন, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ও সহকারী কমিশনার মো.শাহ আলম, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ’র প্রভাষক মো.শহিদুল ইসলাম, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক ও উপজেলা সদস্য মো.নাসির উদ্দিন, মঙ্গলসুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা কাব লিডার মো.আমিনুল ইসলাম, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা সদস্য মোয়াজ্জেম হোসেন সহ উপজেলা স্কাউটস’র সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মো.রবিউল ইসলাম বলেন, ঈদের পরে ১০ দিন বিএনসিসি, রোভার স্কাউটস এবং স্কাউটস সদস্যদের নিয়ে টিম গঠন করে প্রতিদিন ৪০ জন সদস্য ৩টি গ্রুপে ভাগ হয়ে পর্যটকদের নিরাপত্তা এবং সহায়তায় কাজ করবেন। এই সময় ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করবেন। এই প্রকল্প বাস্তবায়ন হলে আগত পর্যটকরা নিরাপদে আনন্দ উপভোগ করতে পারবেন। সেই সাথে কুয়াকাটা সৈকতের ভাবমূর্তি উজ্জ্বল হবে।তিনি আরও জানান, এই কাজে যারা সহযোগিতা করবেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আপ্যায়ন এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করা হবে।

শেয়ার করুনঃ