ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছোট বিঘাই ইউপির উদ্যােক্তা কাজী রাসেল’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর ছোট বিঘাই ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের উদ্দ্যেক্তা কাজী মোঃ রাসেল’র অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ দিয়েছেন উক্ত ইউনিয়ন পরিষদের ৭ জন ইউপি সদস্য।তাদের অভিযোগ পত্রে এ পরিষদের উদ্দ্যেক্তা কাজী মোঃ রাসেল’র অনিয়মের যে কথা বলা হয়েছে তা নিম্নে তুলে ধরা হল,(১)তথ্য কেন্দ্রের উদ্দ্যেক্তা কাজী মোঃ রাসেল মাতৃত্বকালীন ভাতার জন্য সরকার কর্তৃক নির্ধারিত ৪৫ টাকা থাকলেও আবেদন করার সময় দরিদ্র মায়েদের কাছ থেকে ৭০০ শত টাকা আদায় করেন। পরবর্তীতে তাঁর পরিচালিত ব্যাংক এশিয়া থেকে ভাতাভোগী টাকা উত্তোলন করতে গেলে ২০০০ থেকে ৩০০০ টাকা কর্তন করে রেখে দেন।(২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষের ঘর দেয়ার কথা বলে প্রায় ৮০০শত মানুষের কাছ থেকে ৩০০ শত থেকে ৫০০ টাকা করে আবেদনের নামে টাকা তুলেছেন।(৩)ওয়ারিশ সনদ প্রদানের জন্য প্রতিটি সনদে৫০০ থেকে ৭০০ টাকা আদায় করেন পেইড লেখা স্লিপের মাধ্যমে যাহা ইউনিয়ন পরিষদের ক্যাশ বই কিংবা ব্যাংক হিসাবে জমা করার জন্য ইউপি সচিবের কাছে হিসাব প্রদান করেন না।(৪)গ্রাম আদালত মামলার জন্য প্রতিটি মামলার ফি বাবদ ৫০০ শত টাকা করে গ্রহণ করেন।(৫)গ্রাম আদালত মামলা,জন্ন নিবন্ধন,ট্রেড লাইসেন্স,ওয়ারিশ সনদ,মাতৃত্বকালীন ভাতা,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা ও ভিজিডি আবেদন সহ সকল রকমের সরকারি ভাতা আবেদন কিংবা প্রত্যায়ন উদ্দ্যেক্তার মাধ্যমে করানো বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনকারী নিজে কিংবা উদ্দ্যেক্তা ব্যাতিত বাহিরের কোন কম্পিউটার দ্বারা আবেদন করালে সেই আবেদন ইউনিয়ন পরিষদে গ্রহণ করা হয় না।(জন সাধারণ কে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করার জন্য এমন সিদ্ধান্ত)। (৬) উদ্দ্যেক্তা কাজী মোঃ রাসেল জনসাধারণ সহ ইউপি সচিব ও সদস্যদের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করে থাকে। (৭)উদ্দ্যেক্তা কাজী মোঃ রাসেল প্রায়ই সময় তথ্য সেবা কেন্দ্র বন্ধ করে রাখে,খামখেয়ালী পনা করে বেড়ায়। (৮)তথ্য সেবা কেন্দ্রের আইন অনুযায়ী একটি সেন্টারে একজন মহিলা উদ্দ্যেক্তা একজন পুরুষ উদ্দ্যেক্তা এবং ২ জন সহকারী উদ্দ্যেক্তা থাকার বিধান থাকলেও একমাত্র কাজী মোঃ রাসেল একাই নাম মাত্র উদ্দ্যেক্তা হিসাবে আছেন। (৯)উদ্দ্যেক্তা কাজী মোঃ রাসেল কে তথ্য সেবা কেন্দ্রের বিভিন্ন প্রকারের সেবার ফি নির্ধারণ করার জন্য মিটিং এ বসতে বললে ও সে কখনো মিটিং এ বসেনি। প্রায় সময়ই জনগণের কাছ থেকে উদ্দ্যেক্তা কাজী মোঃ রাসেল বেশি টাকা রেখেছে মর্মে উক্ত অভিযোগকারীদের কাছে অনেকে মৌখিক এবং কেহ লিখিত অভিযোগ দায়ের করেছেন।(১০) এছাড়াও তথ্য সেবা কেন্দ্র উদ্দ্যেক্তা কাজী মোঃ রাসেল একজন খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার সেখানে চাল বিতরণ সহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি রয়েছে। উক্ত অভিযোগের বিষয় ২৭ মার্চ বুধবার রাতে ছোট বিঘাই ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্দ্যেক্তা কাজী মোঃ রাসেল’র মুঠোফোনে জানতে চাইলে তিনি এ প্রতিবেদক এর পরিচয় পেয়ে ২৮ মার্চ বৃহস্পতিবার সকালে এসে তাঁর বক্তব্য দিতে আগ্রহ প্রকাশ করেন। এদিকে ২৮ মার্চ সকালে উক্ত পরিষদের এ উদ্দ্যেক্তার পরিচয় দিয়ে সকালের খবর ২৪.কমের পটুয়াখালী জেলা প্রতিনিধি’র সাথে দু’জন সাংবাদিক এসে তাকে ফোন দেওয়ার বিষয় জানতে চান।এরপর তাঁর বক্তব্য নেওয়ার জন্য একাধিক বার তাঁর ফোনে এ প্রতিবেদক কল দিলেও তিনি ফোন কল রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত: পাঠক মহল চোখ রাখুন সকালের খবর ২৪. কমের পাতায় নিয়ে আসা হচ্ছে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের উদ্দ্যেক্তা কাজী মোঃ রাসেল’র অবৈধ আয়ে কেনা গাড়ী ও নির্মাণ করা বাড়ীর ফিরিস্তি।

শেয়ার করুনঃ