
দীর্ঘ ২২ বছর ধরে পলাতক থাকা ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তসলিম উদ্দিনকে (৫২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলার ভুলতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ( ২৬ মার্চ) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন,এ বিষয়ে বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ডিআই/এসকে