
রাজশাহীর তানোরে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন ও সচেতনতা শীর্ষক সেমিনার ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকারে তানোর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় সমাজ সেবা পরিচালক (উপসচিব) সৈয়দ মোস্তাক হাসান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সমাজ সেবা উপপরিচালক হাসিনা মমতাজ, তানোর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণ করেন তানোর পৌর মেয়র ইমরুল হক, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, মুন্ডমালা পৌর সভার প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু।
তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ তানোর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমাজ সেবা অধিদপ্তর থেকে নদরেজিস্ট্রেশন পাওয়া সংস্থার প্রধানগন উপস্থিত ছিলেন। সেমিনারে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক সামাজিক নিরাপত্তা বলয়ের বিবিন্ন ভাতা বিষয়ে আলোচনা করা হয়।