
বাড়ির পাশে একটি মেছোবাঘ দেখা গেছে। সেটি লোকজনের তাড়া খেয়ে একটি গাছের ওপর উঠে বসে আছে।
মেছোবাঘটি উদ্ধার করা না হলে সেটিকে লোকজন পিটিয়ে মেরে ফেলতে পারে।
রোববার (২৪ মার্চ) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী থেকে এক নারী কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোনকল করে এ তথ্য জানান।
পরে খবর পেয়ে কলাতলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।
রোববার (২৪ মার্চ) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।
তিনি বলেন, কলারের কলের পর দ্রুত ৯৯৯-এর কলটেকার কনস্টেবল অঞ্জন বড়ুয়া কলাতলী থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে ৯৯৯ ডেসপাচার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দীন কলার ও সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।
আনোয়ার সাত্তার বলেন,পাওয়া সংবাদের ভিত্তিতে কলাতলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মেছোবাঘটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বন বিভাগের কাছে সেটি বুঝিয়ে দেওয়া হয়।
ডিআই/এসকে