
প্রেসবিজ্ঞপ্তি: রাজধানীতে আওয়ামীলীগ, জামাত ও বিএনপির মহাসমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ।
বিবৃতিতে গুইমারা প্রেসক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে সাংবাদিক নুরুল আলম বলেন, হামলায় সাংবাদিকেরা শুধু রক্তাক্তই হননি, দুর্বৃত্তরা সাংবাদিকদের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করেছে। মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ও আহত সাংবাদিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।