
আলমগীর হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা)
কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহম্মেদের ৪০ তম জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার (২৮ শে অক্টোবর ) বেলা দশটায় প্রেসক্লাবে কনফারেন্স রুমে সংবাদকর্মীদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে আনন্দঘন মুহূর্তে শুভ জন্মদিনে দীর্ঘায়ুর সহিত সফলতা কামনা করেন সহকর্মীবৃন্ধ।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, নির্বাহী সদস্য মোসাদ্দেক হোসেন জান্টু, আতিকুর রহমান, আলমগীর হোসেন, শাহাদাত হোসেন,শিমুল হোসেন ,ইমন প্রমুখ।
এদিকে সন্ধ্যা ৭ টায় ডিএম সি ক্লাব মিলনায়তনে ডিএমসি ক্লাবের সিনিয়র সদস্য মীর সুলতান মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায়, সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের ও সহ-সাধারণ সম্পাদক মাসুম হাসানের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জন্মদিন উৎসব পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল হক, কোষাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শোকর আলী, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুস সালাম, সহ সাহিত্য সংস্কৃতিক সম্পাদক হাবিব উল্ল্যাহ, সহ ক্রীড়া সম্পাদক শাহিন আলম, কার্যনির্বাহী সদস্য প্রসেনজিৎ ঘোষ, আব্দুল আলীম, মোঃ শহিদুল ইসলাম , ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ এলাকার গুণীজন ও সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য বাবলা আহমেদ ১৯৮৩ সালে একটি সভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ২০০৬ সালে কালিগঞ্জ উপজেলা কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের একমাত্র কন্যা সুরাইয়া আফরোজ সুমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তার একটি কন্যা সন্তান ঐন্দ্রিলা আহমেদ তাথৈ। শিক্ষা জীবন সম্পন্ন করার পর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল.এল.বি উত্তীর্ণ হয়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে পিকেএসএফ এর বিভিন্ন সহযোগী সংগঠনে শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যক্তিগত ব্যবসা পরিচালনা, সাংবাদিকতা, শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আইন চর্চা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।