ঢাকা, মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুড়িগ্রামের কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
নববর্ষে মোরেলগঞ্জে বিএনপির শোভাযাত্রার নেতৃত্বে খায়রুজ্জামান শিপন
কারাগারে বন্দিদের নিয়ে বৈশাখী উৎসব উদযাপন
মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী
যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল
আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন
নানা আয়োজনে রাজস্থলীতে পহেলা বৈশাখ উদযাপিত
পহেলা বৈশাখ উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া
মাহা সাংগ্রেং-বৈশাখ উপলক্ষে পাহাড়িজনপদ নাইক্ষ্যংছড়িতে আনন্দ শোভাযাত্রা পালিত
স্বাবলম্বী স্কুলের শিক্ষার্থীদের নববর্ষ উদযাপন
পাঁচবিবিতে বাগজানা মিসবাহুল উলুম কাওমী মাদ্রাসায় বাংলা নববর্ষ উদযাপন
নববর্ষকে স্বাগত জানিয়ে কয়রায় বিএনপির রঙিন শোভাযাত্রা
ভারতের সাথে মিল রেখে মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা
রাজাপুরের গালুয়ায় যুবদলের আলোচনা সভা
বনাঢ্য আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবের “বৈশাখী উৎসব” সম্পন্ন

খাগড়াছড়িতে বিভিন্ন স্থাপনার কাজ উদ্বোধন করলেন ডিআইজি

চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি নুরেআলম মিনা খাগড়াছড়ি জেলা পুলিশের রিজার্ভ অফিস, পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন এবং বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করেন।

গত শনিবার (১৬ মার্চ) চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি নুরেআলম মিনা খাগড়াছড়ি জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন। নির্ধারিত সফরসূচি অনুযায়ী খাগড়াছড়ি অফিসার্স মেস প্রাঙ্গণে উপস্থিত হলে রেঞ্জ ডিআইজি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর।

পরবর্তীতে অফিসার্স মেস প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল রেঞ্জ ডিআইজিকে সশস্ত্র সালামি প্রদান করে।

অতঃপর অফিসার্স মেস প্রাঙ্গণ থেকে মান্যবর রেঞ্জ ডিআইজি খাগড়াছড়ি পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শনে আসেন। ডিআইজি মহোদয় খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে পৌঁছুলে রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন পুলিশ সুপার মুক্তা ধর।

সকাল ১০.৩০ টায় খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স মাঠে প্যারেড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো.নাজিম উদ্দিনের নেতৃত্বে অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট ও বাদক দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি।

পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি প্যারেডে অংশগ্রহণকারী ফোর্সের ফিজিক্যাল ফিটনেস ও টার্নআউট পর্যবেক্ষন করেন এবং এরউপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক ও অর্থ পুরস্কার প্রদান করেন।

এসময় ডিআইজি প্যারেড মাঠে উপস্থিত সকল অফিসার-ফোর্সকে প্রফেশনালিজম, ডিসিপ্লিন, রুলস-রেগুলেশন্স, ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণসহ মাঠ পর্যায়ে পুলিশি কার্য ক্রম, অচরনবিধি বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় ডিআইজি খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে উন্নত জাতের আম ও কমলা ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন এবং পুলিশ লাইন্সে নির্মিত ‘ফোর্সেস ফিটনেস সেন্টার’-এর শুভ উদ্বোধন করেন ।

উপোরক্ত বিষয় উদ্বোধন শেষে ডিআইজি খাগড়াছড়ি পুলিশ লাইন্সে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন, অতঃপর খাগড়াছড়ি জেলা পুলিশের রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লথিং স্টোর, রেশন স্টোর, অস্ত্রাগার ও মোটরযান শাখার সার্বিক কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন।
মান্যবর ডিআইজি খাগড়াছড়ি রিজার্ভ অফিস পরিদর্শন শেষে খাগড়াছাড়ি পুলিশ অফিসে আসেন এবং খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত ‘চিরভাস্বর মুজিব’এর শুভ উদ্বোধন করেন। ডিআইজি মহোদয় নবনির্মিত ‘চিরভাস্বর মুজিব’ ঘুরে দেখেন এবং স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

অতঃপর খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্তে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি মতবিনিময় করেন খাগড়াছড়ি জেলা পুলিশ কনফারেন্স রুমে। উক্ত মতবিনিময় সভার সভাতিত্ব করেন পুলিশ সুপার, খাগড়াছড়ি মুক্তা ধর।

সভায় খাগড়াছড়ি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছানো, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলাসমূহের তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে মান্যবর ডিআইজি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ