ঢাকা, মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু
গাজায় হামলার প্রতিবাদে হরিরামপুর ঝিটকাতে বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে কালীগঞ্জে বিক্ষোভ
মার্চে সীমান্তে ৩৩৭ বাংলাদেশি ও ১৪ ভারতীয় আটক, মিয়ানমারে ফেরত ৬৪৭
বাঙ্গালহালিয়া বাজারের পথচারীদেরকে শরবত খাওয়াচ্ছেন তরুণ -তরুণীরা
পবিপ্রবিতে সুসজ্জিত ট্রেজারার কার্যালয়ের শুভ উদ্বোধন
বিরামপুরে স্কাউটস দিবস পালিত
ওসির গোপন মদদে শতাধিক ড্রেজার মেশিনে খনিজ বালি পাথর চুরির অভিযোগ
হাতিয়া থেকে ভাষানচরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।
গাইবান্ধায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার: দেশীয় অস্ত্রসহ যুবক আটক
মদনে রাস্তা পার হওয়ার সময় অটো চাপায় শিশুর মৃত্যু
ফিলিস্তিনের উপর নির্যাতন বন্ধে রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কুয়াকাটায় খাল পরিস্কার পরিছন্নতা কর্মসূচির উদ্বোধন

ঝিনাইগাতীর ডাকাবরে মহারশি নদীর উপর একটি সেতু নির্মাণ ৫৩ বছরের দাবী

ঝিনাইগাতী উপজেলা সদরের অদুরে মহারশি নদীর ডাকাবরে একটি সেতুর অভাবে ১৫ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এ নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই। এই বিষয়ে বিভিন্ন সময় জন প্রতিনিধিদের কাছ থেকে আশ্বাস ও পাওয়া গেছে।

কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছরেও তা বাস্তবায়িত হয়নি। ডাকাবর গ্রামের নবী হোসেন, রব্বানী, সুলতান আহমেদ, জয়দর, সাইফুল ইসলাম, মোসলেম উদ্দিন, সোলাইমান, শহিদুল ইসলাম,মোতালেব হোসেনসহ গ্রামবাসীরা বলেন নির্বাচনের সময় এলে এ নদীর উপর সেতু নির্মাণ করে দেয়ার নাম করে শুধু আমাদের কাছে ভোট নেয়। কিন্তু নির্বাচনের পর কেউ আর খোঁজখবর নেন না।

নদীর উপর একটি সেতুর অভাবে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। জানা গেছে, ডাকাবর রামেরকুড়া, নুন খোলা,শালচুড়া,ডেফলাই,নলকুড়া,গজারিপাড়া, ফাকরাবাদ, বনকালি, মরিয়মনগর, ভারুয়া, জারুলতলা, বা ঐ বাধা,কুসাইকুড়াসহ ১৫টি গ্রামের শতশত মানুষ প্রতিদিন এপথে যাতায়াত করে থাকে। কিন্তু এ নদীর উপর সেতু না থাকায় শুষ্ক মৌসুমে বাসের সাঁকো ও বর্ষা মৌসুমে পাঁচ কিলো রাস্তা ঘুরে উপজেলা সদরে আসতে হয়। এ সময় স্কুল-কলেজের কোমলমতি শিশু কিশোররা স্কুল-কলেজে যাতায়াতের সময় চরম ভোগান্তির শিকার হতে হয়।এলাকায় উৎপাদিত কৃষি পণ্য সঠিক সময়ে বাজারজাত করতে কষ্টসাধ্য হয়ে পড়ে। গরু ছাগল পারাপারে কৃষকদের হতে হয় নানা বিড়ম্বনার শিকার। নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান বলেন এ নদীর উপর একটি সেতু নির্মানের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই।

এ নদীর উপর একটি সেতু নির্মানের বিষয়ে বিভিন্ন সময় উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আবেদন নিবেদনও করা হয়েছে। বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছ থেকে আশ্বাস ও পাওয়া গেছে। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি। ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন এ নদীর উপর একটি সেতু নির্মানের বিষয়ে প্রকল্প প্রনয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে নির্মাণ করা হবে।

শেয়ার করুনঃ