
সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের অন্তর্গত ব্রজের হাটি বাজারে একটি দোকানে তালা কেটে প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। শনিবার গভীর রাতে ব্রজের হাটিবাজারে বাদশা স্টোর এন্ড ভ্যারাইটিজ ষ্টোরে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বাদশা স্টোর এন্ড ভ্যারাইটিজ দোকানের মালিক বাদশা হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১০ টায় দোকান বন্ধ করে বাসায় যাই। পরদিন রবিবার সকালে দোকান খুলতে এসে দেখি এক সাটারের তালা ভাঙ্গা। দোকানের ভীতরে প্রবেশ করে দেখি আমার ক্যাশ বাক্স হতে নগদ ৩২,০০০ টাকা, ৩৫ বস্তা চাল, যাহার মূল্য অনুমান-৮০,০০০টাকা, চালের খুত ৫ বস্তা যাহার মূল্য অনুমান- ১০.০০০টাকা, সিলভারের হাড়ি, পাতিল, ঢালাই কড়াই, সর্বমোট মূল্য-৬০,০০০টাকা, গ্যাস সিলিন্ডার ৯ টি যাহার মূল্য অনুমান ১০,৮০০ টাকা ও ওজন দেয়ার পালা ১টি যাহার মূল্য অনুমান- ৪.০০০ টাকা, বেল রশি ৬ কেজি যাহার মূল্য অনুমান ১,৫০০
সহ অনেক মালামাল নেই। সব মিলিয়ে আমার ২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। অনেক কষ্টে ২ বছরে দোকানটি সাঁজিয়েছিলাম। আমার পুঁজি শেষ করে দিয়েছে।
স্থানীয় দোকানদারা বলেন, ব্রজের হাটিবাজারে দিন দিন চুরি বের যাচ্ছে।আজকে বাদশা এর দোকানে হয়েছে কালকে আমাদের দোকানে হবে প্রশাসন এর নজর দেওয়া দরকার এ চোরদের বিষয়ে।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মুজাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলমান রয়েছে। সিসি ক্যামেরা চেক করে পাওয়া গিয়েছে একটি পিকআপ ভ্যানে করে মাল নিয়ে যাচ্ছে কিন্তু গাড়ির নাম্বার দেখা যায়নি।