ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিরামপুরে ভুয়া ডিবি পুলিশ আটক

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময়.দিনাজপুর জেলার বিরামপুরে দবিরুল ইসলাম (৩৮) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার (১৫ মার্চে) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের নরেন সরেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে আটক দবিরুল ইসলাম (৩৮) বিরামপুর উপজেলা ৬নং জোতবানী ইউনিয়নের কেটরা হাট এলাকার রফিতুল্লাহ এর ছেলে।

নরেন সরেনের ছেলে মানিক সরেন জানান, রাত সাড়ে ৮ দিকে দু’টি মোটরসাইকেলে ৬ জন বাড়ির সামনে এসে নামেন। হঠাৎ করে বাড়িতে ঢুকে ডিবি পুলিশ পরিচয়ে হাতে হ্যান্ডকাপ পরানোর চেষ্টা করে এবং ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন।

বাড়ির মালিক চন্দনা হেমরম জানান, আমরা বাড়ি সবাই ভাগিনার জন্য বউ দেখতে গিয়েছিলাম। রাতে বাড়িতে আসলে হঠাৎ করে বাড়িত ঢুকে ডিবি পুলিশ পরিচয়ে হাতে হ্যান্ডকাপ পরানোর চেষ্টা করে । পরে বাড়িতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এবং চাঁদা দাবি করেন। তাঁদের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় মেম্বারকে গোপনে খবর দেওয়া হয়। পাড়া প্রতিবেশিদের আনাগোনা ও পরিস্থিতি বেগতিক দেখে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।স্থানীয়রা দবিরুল ইসলামকে ধাওয়া করে বোরো ধানের জমি থেকে তাকে আটক করা হয়। বাঁকিরা সুকৌশলে পালিয়ে যায়।

৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য পলাশ কুমার মন্ডল জানান, আমাকে ফোন করে জানানো হয় গ্রামের নরেনের বাসায় পুলিশ এসেছে। তাঁদের আটক করেছে। এখানে আসা মাত্রই আটক দবিরুল ইসলাম বলে উঠে যে স্যার স্যার আরও পেয়েছি স্যার। আমি ওর্য়াড সদস্য পরিচয় দিলে তাঁর সঙ্গে থাকা বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। দবিরুল ইসলাম ও পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাঁকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, রাতেই পুলিশ গিয়ে জনতার হাতে আটক এক ব্যক্তিকে উদ্ধার করে আনা হয়েছে। এঘটনায় বাড়ির মালিক চন্দনা হেমরন (৫২) বাদী হয়ে থানায় মামলা করেছেন।

শেয়ার করুনঃ