ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কখনও পুলিশ,কখনও আবার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা,অবশেষে গ্রেফতার
রাজবাড়ী-২ আসনে আবুল খানকে বিএনপির প্রার্থী চান সাধারণ জনগণ ও নেতারা
মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ২ ডাকাত আটক
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল
ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল
দীঘলিয়ায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
আদালতের আদেশ অমান্য করে আমতলীর আমড়াগাছিয়া হোসাইনপুর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের জমি দখল করে নারীর ঘর নির্মাণ
আমতলীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
কলাপাড়ায় চাচার পায়ের রগ কর্তন করলেন ভাতিজা
হোমনায় ‘ফিলিস্তিনে’ ইসরাইলের আগ্রাসন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বাগমারায় সভাপতির বিরুদ্ধে অপপ্রচার এবং জেষ্ঠতা লঙ্ঘন করে দায়িত্ব অর্পণ অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট কর্মসূচি
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত গ্রেফতার ১
গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ ও মানববন্ধন
তাড়াশে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল

বাগমারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ

রাজশাহীর বাগমারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ৩ নং দ্বীপপুর ইউনিয়নের মিরপুর হাইস্কুল সংলগ্ন সরকারি রাস্তায়। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি রাস্তার ধারে কিছু মেহগনি সহ বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে।

সেই গাছ গুলি মিরপুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুস সাত্তার এবং সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান দুলালের যোগসাজশে বিক্রয়ের অভিযোগ উঠেছে।
ছায়া ও শোভা বর্ধনকারী গাছগুলো কেটে সাবাড় করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় স্থানীয় মোফাজ্জল হোসাইন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। নথি অনুযায়ী প্রধান বিবাদী করা হয়েছে দ্বীপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল, মিরপুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, শামসুল ইসলাম, হবির, টুকু, সম মেম্বার এসাহাক কে।
সূত্র জানায়, গাছগুলো বাগমারা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাস্তায় হওয়ায় এলজিইডি প্রকৌশলী খলিলুর রহমানকে অবহিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাটা গাছের মূল্য প্রায় দুই লক্ষ টাকা।
এ বিষয়ে মিরপুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুস সাত্তার এর মুঠোফোনে কল দিলে তিনি বলেন, ওই সময় স্কুলের কাজে আমি ভবানীগঞ্জ ছিলাম।
গাছগুলি স্কুলের না কী সরকারি এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এগুলো স্কুলের গাছ হিসাবে জানি । কে বা কারা বিক্রয় করেছেন এমন প্রশের উত্তরে তিনি কিছু জানেন না বলে জানান। তবে তিনি এক পর্যায়ে বলেন, সংগত কারণে আমি বাগমারা থানায় লিখিত অভিযোগ দিয়ে এসেছি। তবে যারা কেটেছে তাদের নামে অভিযোগ দিয়েছি। ওরা তো শ্রমিক আসল বিক্রেতা-ক্রেতা কে ? এমন প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন ।

বাগমারা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী খলিলুর রহমান হোয়াটসঅ্যাপ কলে জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর সাথে জড়িত। এ বিষয়ে বাগমারা থানায় মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুনঃ