
বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এনসিটিএফর ত্রৈ-মাসিক সমন্বয় সভা ও আর্ন্তজাতিক নারী দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে এনসিএফ এর সদস্যদের সমন্বয়ে প্রেসক্লাব এর কার্যালয়ের সামনে মানববন্ধন আয়োজন করা হয়।মানববন্ধন শেষে সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে বেতাগী এনসিটিএফের সভাপতি মোঃ আরিফুল ইসলাম মান্না’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিবিডিপির নির্বাহী কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন শীল, বিশেষ অতিথি সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান, সাবেক এনসিটিএফ সভাপতি এম এইচ মাহবুব এবং সিবিডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিবিডিপির ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে এনসিটিএফ এর ত্রৈমাসিক সমন্বয় সভায় বরগুনা জেলার ৬ টি উপজেলা থেকে এনসিটিএফ প্রতিনিধিরা অংশ নেয়।