
মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো.সাইদুর রহমান সানী (২৬) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১১ মার্চ) রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১২ মার্চ) র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এসব তথ্য জানান।
তিনি বলেন, ২০১৬ সালে সাইদুর রহমান সানী ৫০০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার হয়। পরে তার বিরুদ্ধে ডিএমপির বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।
ওই মামলায় গ্রেফতার হয়ে চার মাস জেলহাজতে থাকার পর আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেন। এরপর নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হন তিনি।
অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এএসপি শিহাব করিম বলেন, পরে পলাতক থাকা অবস্থায় বিশেষ দায়রা আদালত ও দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ মামলাটির বিচারিক কার্যক্রম শেষে সাইদুর রহমান সানীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে পাঁচ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর বংশাল থানার ওসির পত্রের প্রেক্ষিতে র্যাব-২ সাইদুর রহমানকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এএসপি শিহাব করিম আরও বলেন, আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচয় গোপন করে আত্মগোপনে থাকতেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি ঢাকার বংশাল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে