ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট
কালীগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে যুবকরা
মেলান্দহে বৈশাখী মেলা শুরুর আগেই গাঁজা বিক্রির হিড়িক
সরাইলে দু’গ্রুপের সংঘর্ষে চির বিদায় নিলেন জসিম উদ্দিন
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট
সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে গ্রেফতার ৬০৮

আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়ন এখন সিসি ক্যামেরার আওতায়

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন এখন ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।

এ উপলক্ষে(১১ মার্চ) বিকালে আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম মিঠু ও ন্যাশনাল ক্যাবল টিভি নেটওয়ার্ক এর নিজস্ব অর্থায়নে এই সিসিটিভি ক্যামেরার কার্যক্রম উদ্ভোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

সিসিটিভি ক্যামেরার কার্যক্রম অনুষ্ঠানে আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক,আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,আড়াইসিধা ইউনিয়েনের প্রবীণ মুরুব্বী আব্দুল হকসহ প্রমূখ ব্যক্তিবর্গ।এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের  ইউপি সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সিসিটিভি ক্যামেরার কার্যক্রম উদ্ভোধনের বিষয়ে আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম মিঠু বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য শুধুমাত্র মানুষ স্মার্ট হলেই হবে না।তার জন্য সবকিছু স্মার্ট হতে হবে। তারই ধারাবাহিকতায় আমার ও ন্যাশনাল ক্যাবল টিভি নেটওয়ার্কের সার্বিক সহযোগীতায় আমরা আড়াইসিধা ইউনিয়নের পুরো এলাকাকে সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা গ্রহন করি।

ইতোমধ্যে আড়াইসিধা ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসিটিভি স্থাপনের ফলে এলাকার চুরি, ছিনতাই ও ইভটিজিং এথন অনেকটাই কম।

ন্যাশনাল ক্যাবল টিভি নেটওয়ার্কের মালিক আল মামুন বলেন,এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম মিঠুর পরামর্শে আমরা এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ও স্থাপনার সামনে আমাদের যৌথ অর্থায়নে সিসিটিভি স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে ৩২ টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আরো ৩২ টি ক্যামেরা স্থাপন করার কাজ চলমান রয়েছে। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে আমরা আরো বেশী ক্যামেরা স্থাপন করব।

সিসিটিভি স্থাপনের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন,একটি পুরো ইউনিয়নের সিসিটিভি স্থাপনের বিষয়টি আমার কাছে খুবই প্রসংশনীয় উদ্যোগ বলে মনে হয়েছে।এভাবে আমরা যদি সবগুলো ইউনিয়নে এই উদ্যোগ গ্রহন করি,তাহলিঐ এলাকায় চুরি, ছিনতাই ও ইভটিজিং কমে আসবে।সেই সাথেএলাকার অপরাধ প্রবনতা ও অনেকটা কমে আসবে।

শেয়ার করুনঃ