ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

পিরোজপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের সাত যাত্রী নিহত

পিরোজপুরে পিছন থাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইকের সাত জন যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) দুপুর ১২ পিরোজপুর সদর উপজেলার পাড়ের হাট সড়কের বেলতলা এলাকায়
পিরোজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের ছয় যাত্রীসহ মোট সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের ১১ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তর শংকরপাশা গ্রামের ইজিবাইকচালক মো. নাঈম (১৮), একই গ্রামের খায়রুল ফরাজী (২০), মানছুরা বেগম (৫০), বাদুরা গ্রামের জেসমিন বেগম (৩০), দক্ষিণ নামাজপুর গ্রামের আলমগীর মীর (২৫), ইন্দুরকানি উপজেলার গদারহাওলা গ্রামের হেমায়েত হাওলাদার (৫০) ও ভান্ডারিয়া উপজেলার পশ্চিম পশারিবুনিয়া গ্রামের মোটরসাইকেলচালক মো. স্বপন হাওলাদার (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর থেকে যাত্রী নিয়ে চরখালী এলাকায় যাচ্ছিল ইজিবাইকটি। দুপুর ১২টার দিকে পিরোজপুর-পাড়েরহাট সড়কের বেলতলা এলাকায় পৌঁছানোর পর ইজিবাইকটি থামিয়ে একজন যাত্রীকে নামিয়ে দেয়। এ সময় ওই সড়ক দিয়ে ইন্দুরকানি উপজেলার বালিপাড়ায় যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড় করানো ইজিবাইকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কের পাশে একটি গাছের ওপর আছড়ে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইকের চালকসহ ছয়জন নিহত হন। একই সময়ে ইজিবাইকের পাশে থাকা এক মোটরসাইকেলচালক বাসচাপায় নিহত হন। দুর্ঘটনায় বাসের ১১ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন ঘটনাস্থলে ও চারজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ইজিবাইকের যাত্রী মো. শামসুদ্দোহা বলেন, ‘আমি পিরোজপুর থেকে বাড়িতে যাওয়ার জন্য ইজিবাইকে উঠি। বেলতলা এলাকায় চালক ইজিবাইক থামিয়ে আমাকে নামিয়ে দেন। আমি ইজিবাইক থেকে নেমে সড়ক পার হয়ে ওপারে যাওয়ার পর শব্দ শুনে ফিরে দেখি, ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে। পাশেই একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তি পড়ে আছেন।’

দুপুরে পিরোজপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে লাশের সারি। নিহত ব্যক্তিদের স্বজনদের কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্বজনেরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
দুর্ঘটনায় নিহত স্বপনের বাবা মোদাচ্ছের হাওলাদারের আহাজারি। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন স্বজনেরা। শুক্রবার দুপুরে পিরোজপুর সদর হাসপাতালে

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আসিকুজ্জামান বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পুলিশ বাসটি আটক করেছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।

শেয়ার করুনঃ