ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

বগুড়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : বগুড়ার শাজাহানপুরে হত্যাচেষ্টা মামলায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে তাদের কারগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার সাবরুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ওই এলাকার আব্দুল মালেকের ছেলে হানিফুর ইসলাম হিরু (২২) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মোহাম্মাদ তারেক (১৯)। র‌্যাবের দাবি তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।

র‌্যাব-১২ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শাজাহানপুরের সাবরুলে কৃষক মিনহাজের কাছে হিরু ও তারেক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে গত ৫ মার্চ রাতে ফসলী জমিতে সেচ দিয়ে বাড়ি ফেরার পথে তারা মিনহাজের পথরোধ করে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই মিনহাজের মা শাজাহানপুর থানায় হিরু ও তারেকের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত দুইজন আহত মিনহাজের প্রতিবেশী ও সমবয়সী। হিরু ও তারেক এলাকায় উঠতী বয়সী ছেলেদের নিয়ে কিশোর গ্যাং তৈরি করে বিভিন্ন অপকর্ম করে আসছিল। মিনহাজ পারিবারিকভাবে কৃষিকাজ করে সাবলম্বী হওয়ায় তার কাছেও চাঁদা দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার পর তদন্তে নামে র‌্যাব। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে বুধবার রাতে অভিযুক্ত হিরু ও তারেককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো হাসুয়া ও বামির্জ চাকু জব্দ করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (এসপি) মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার দুজন এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাদের গ্যাংয়ের আরও সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের পর আদালত তাদের কারাগারে পাঠায়।

শেয়ার করুনঃ