
নেত্রকোনার মদনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পাবলিক হল মিলনায়তনে ইউএনও মো: শাহ আলম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, ওসি উজ্জ্বল কান্তি সরকার, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার নরূল হুদা খান, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, নারী নেত্রী আয়শা আক্তার, ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম প্রমূখ।