
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয় শ্রদ্ধা নিবদন করেন ভাইস চ্যান্সলর প্রফসর ড. স্বদেশ চদ্র সামন্ত।পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর। পরে রেজিস্টার প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য ও প্রসঙ্গিকতা তুলে ধরেন। এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়র শিক্ষক, শিক্ষার্থীরা কর্মকর্তা ও কর্মচারীরা উপস্তিত ছিলন।