ঢাকা, শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত
আমতলী উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান’ বাদল ‘খান গ্রেপ্তার
গাজায় গণহত্যার প্রতিবাদ ঘোড়াঘাটে বিক্ষোভ
আমতলীতে হয়রানিমূলক মামলার বিচার চেয়ে থানায় অভিযোগ
ঘোড়াঘাটে ডে-কোচের ধাক্কায় বৃদ্ধ নিহত
কুষ্টিয়াতে চাচার ধর্ষণে নবজাতকের জন্ম দিল ১৩ বছরের শিশু
ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের র‌্যালি
ঝালকাঠিতে প্রতিবন্ধী পরিবার উচ্ছেদ: ঘর দখল, মালামাল লুটের অভিযোগে তোলপাড়
লক্ষ্মীপুরে কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন
আম পাড়া কেন্দ্র করে ছুরিকাহত দুই কিশোর আহত
মাধবপুরে প্রতিবন্ধী যুবতী ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান:একদিনে গ্রেফতার ৭
ফ্যাসিস্টের মোটিফে আগুন: চারুকলা পরিদর্শনে ডিএমপি কমিশনার
নড়াইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গাড়িচালক নিহত

সরকারি টাকায় মডেল মসজিদ নির্মাণ সংবিধান পরিপন্থী : শাহরিয়ার কবির

ডেস্ক রিপোর্ট:
সরকারের নিজস্ব অর্থায়নে সারাদেশে মডেল মসজিদ নির্মাণ সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

বুধবার (৬ মার্চ) রংপুরে ‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ৫৬০টা মডেল মসজিদ বানাচ্ছে সরকার, কাদের টাকা দিয়ে? আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এগুলো বানানো হচ্ছে। এটা সংবিধান পরিপন্থী।

শাহরিয়ার কবির বলেন, সংবিধানের ৭ এর ক ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে- রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না। আপনি যদি ৫৬০টা মডেল মসজিদ বানান, কেন আপনি ৫৬টা মন্দির প্যাগোডা গির্জা বানাবেন না। আর তাই যদি করতে হয় তাহলে সমস্ত অর্থ সেখানে আপনি ব্যয় করুন।

তিনি আরও বলেন, রাজনীতির মৌলবাদীকরণ ও সাম্প্রদায়িকীকরণ প্রতিহত করতে না পারলে পাকিস্তানের মতো বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে।

আপনারা দুর্নীতি নিয়ে আওয়ামী লীগকে তুলোধুনো করতে পারেন। কিন্তু আপনাদের মনে রাখতে হবে এর চেয়েও বড় বিপদ আমাদের সামনে আছে।
শাহরিয়ার কবির বলেন, দুর্নীতির বাইরে কোনো দেশ আছে এই উপমহাদেশে, একটি দেশের নাম বলুন? ভারত দুর্নীতির বাইরে? পাকিস্তান দুর্নীতির বাইরে? কিন্তু যেভাবে আমাদের সমাজ রাজনীতির মৌলবাদীকরণ-সাম্প্রদায়িকীকরণ হচ্ছে, এটাকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশ বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, পাকিস্তান মানে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র হয়ে যাবে। আমাদের উদ্বেগটা হচ্ছে সেই জায়গায়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এই নেতা বলেন, কমিটি সংবিধানের মর্যাদা প্রতিষ্ঠায় নাগরিক আন্দোলন করছে। কিন্তু এখন আমরা যে আগামীর নাগরিক আন্দোলনের কথা বলছি, তা নির্মূল কমিটির একার দায়িত্ব নয়, এর সঙ্গে যত সমমনা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি আছে, এদের সবাইকে নিয়ে আন্দোলনটা করতে হবে। যেখানে বিরোধী দল অনুপস্থিত থাকে সেখানে নাগরিকদেরকে দায়িত্ব পালন করতে হয়। এটি বাংলাদেশের ক্ষেত্রে নয়, সমস্ত গণতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য।

এসময় বক্তব্য দেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা মো আফজাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. মফিজুল ইসলাম মান্টু প্রমুখ। সভায় মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের বিভিন্ন শ্রেণি-পেশা ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ