
ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের দুই ভাইয়ের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা অর্থ পাচার মামলায় ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দোলন আজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন। সেইসঙ্গে আদালত আগামী ২২ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করে মামলা বিচারের জন্য আমলে নেওয়ার দিন ধার্য করেন। ২০২০ সালের ২৬ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরিদপুরের আলোচিত দুই ভাই আওয়ামী লীগের তৎকালীন নেতা সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হোসেন রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে কাফরুল থানায় মামলা করে। সিআইডি পরে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এদের মধ্যে ছয়জনের স্বীকারোক্তির ভিত্তিতে পরে আরও সন্দেহভাজন ৩৭ জনের নাম যুক্ত করে।
গত বছরের ২৫ জুন দোলনসহ ৩৭ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে সিআইডি। অভিযোগপত্রের পর দোলন মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে হাইকোর্ট দোলনকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে দোলন আজ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন।