ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ভোরের দর্পণ’ পত্রিকার ২৪ বছর পদার্পণ

করতোয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত জাতীয় গণমাধ্যম দৈনিক ভোরের দর্পণ ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বর্ষপূতির এ আয়োজন সম্পন্ন হয়।

দৈনিক ভোরের দর্পণ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আবু তাহেরের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার মোঃ পারভেজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, চট্টগ্রাম ওয়াসার ডিএমডি ফাইন্যান্স লাল হোসাইন, উপ সচিব নাজিম উদ্দিন,পিআইডি’র তথ্য অফিসার সাইফুল ইসলাম, বিশিষ্ট শিপিং.ব্যবসায়ী সামিদুল হক।অধ্যাক আবুল খায়ের এর কোরান তেলওয়াত ও সাংবাদিক নুরুদ্দিন সাগরের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক য্গ্মু-সম্পাদক সবুর শুভ, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, মানবকণ্ঠের ব্যুরো প্রধান হাসান মুকুল, আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান কামাল পারভেজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মির্জা ইমতিয়াজ শাওন, চট্টগ্রাম খবরের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির, রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু, ক্লিক নিউজ সম্পাদক জালাল উদ্দিন সাগর, চাঁটগার বাণী সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, লিও জেলার প্রাক্তণ সভাপতিদের পক্ষে লায়ন বদিউর রহমান, দৈনিক দেশ বাংলার বিভাগীয় ব্যুরো প্রধান সোহাগ আরেফিন, আনোয়ারা প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।

এতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আরফাত রহমান কোকো পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা, দৈনিক সমকালের সুজিত দাশ, নজরুল ইসলাম, মানবকন্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, এশিয়ান এস পত্রিকার সিনিয়র রিপোর্টার বশির আল মামুন, দৈনিক নতুন সময় ও একাত্তর সংবাদ ২৪ ডট কম’র চট্টগ্রাম জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল ইমন, ভোরের পাতা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম কাউছার, দৈনিক বর্তমান কথা’র গোলাম সরওয়ার, দৈনিক চিত্র ব্যুরো প্রধান জাহেদ কায়সার, দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার আবদুস সাত্তার রানা, রাজিব সেন প্রিন্স, ওসমান জাহাঙ্গীর, মুজিব উল্ল্যা তুষার, এম আর আমিন, শমীর পাল প্রমূখ।

অনুষ্ঠানে ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধিদের মধ্যে কামরুল ইসলাম দুলু, জোনায়েদ হোসেন, সনজয় সেন, কামরুল ইসলাম মোস্তফা, মোঃ শোয়াইব, শিব্বির আহমদ রানা, শাহেদ হোসেন ছোটনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দল, শ্রেণি পেশার মানুষ এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুনঃ