ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
একুশে পরিবহনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া,ঘটনাটি ডাকাতি নয় বলছে পুলিশ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের

বারইয়ারহাট পৌরসভায় রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতিরোধে মতবিনিময় সভা

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজার রমজানে কঠোরভাবে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন মেয়র রেজাউল করিম খোকন। তিনি বলেন, ‘আসন্ন রমজান মাসে অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং করা হবে।’
রবিবার বারইয়ারহাট পৌরসভার সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার মনিটরিং বিষয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে রেজাউল করিম খোকন এসব কথা বলেন। এতে বারইয়ারহাট পৌরবাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় মেয়র বলেন, ‘বিশ্বের সব দেশে দেখেছি অন্য সময়ের তুলনায় বিভিন্ন উৎসবে বিশেষ করে ধর্মীয় উৎসবের সময় পণ্যদ্রব্যের দাম কমে যায়। কিন্তু আমাদের দেশে দেখা যায় উল্টো চিত্র। এ বছর রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের অহেতুক দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, বারইয়ারহাট পৌরবাজার পরিচালনা কমিটির সমন্বয়ে একটি বাজার মনিটরিং কমিটি করা হবে। পুরো রমজান মাসে এই কমিটি বাজার মনিটরিং করবে। রমজানে জনগণের যেন কোনো ভোগান্তি না হয় সেটি নিশ্চিত করবে ওই কমিটি। আমি ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতা চাই। আপনারা দয়া করে ভেজালমুক্ত, সঠিক ওজন ও টাটকা পণ্য সরবরাহ করবেন।
এছাড়া প্রতিটি দোকানে প্রকাশ্যে মূল্য তালিকা টানিয়ে রাখা, গরুর মাংসের নতুন দাম নির্ধারণ, রমজানে পাইকারদের প্রতিদিনের পন্যের বিক্রয়মূল্যের তালিকা পৌরসভায় জমা দেওয়ার নির্দেশ দেন মেয়র। মতবিনিময় সভায় আগত ব্যবসায়ীরা ভেজালমুক্ত পণ্য বিক্রয় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিশ্রæতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভা বারইয়ারহাট পৌরসভার পৌর নির্বাহী কমকর্তা সমর কান্তি চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার প্রধান সহকারী আবদুল হক চৌধুরী, বারইয়ারহাট পৌরবাজার পরিচালনা কমিটির আহবায়ক ও কাউন্সিলর আরিফ উদ্দিন মাসুদ, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন প্রমুখ।

শেয়ার করুনঃ