
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, আসন্ন উপজেলা পরিষদ র্নিবাচনে সম্ভাব্য র্প্রাথী হিসাবে ভাইস চেয়ারম্যান পদে র্নিবাচন করার দৃড় প্রত্যয় নিয়ে জেলা এবং উপজেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে জনগনের পাশে থেকে কাজ করার উদ্দেশে গনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন পটুয়াখালী জেলা কৃষক লীগের সহ সভাপতি ডা:রাসেল ফারুকের বাবা সাবেক ডিজিএম (তিতাস গ্যাস) মো:আব্দুর রশিদ সরদার। র্নিবাচনের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করে, তিনি সাংবাদিকের কাছে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরর্দশীতার কারনে ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে মাথায় রেখে দুমকী উপজেলার মানুষের পাশে থেকে উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবান করার লক্ষে কাজ করার ব্রত নিয়ে থাকতে আগ্রহ প্রকাশ করেন। জনপ্রিয় ভাইস চেয়ারম্যান পদর্প্রাথী মো:আব্দুর রশিদ সরদার। এছাড়াও তিনি সকল শ্রেনীর মানুষের দোয়া ও সালাম জানিয়ে দুমকী উপজেলার সকল
জনগণের দোয়া নিয়ে তিনি ভাইস চেয়ারম্যান হিসাবে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।ইতিমধ্যে আব্দুর রশিদ সরদার নানা কৌশল অবলম্বন করে নিজের র্প্রাথীতার জানান দিচ্ছেন।
বিভিন্ন সভা -সমাবেশ, র্কমী সভা, তৃণমূল র্পযায়ের নেতার্কমীদের সাথে শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্হিত, মাহফিল ও র্ধমীয় অনুষ্ঠানে যোগদান, র্কমী-সর্মথকদের নিয়ে হাটবাজার গুরুত্বর্পূণ জনবহুল এলাকায় জনসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা, অভিনন্দন, উঠান বৈঠক ও দোয়া চাওয়ায় মাধ্যমে সরগরম করেছেন র্সবমহল। তিনি বলেন, দুমকী উপজেলার প্রত্যেকটা ওর্য়াড এর অসম্পন্ন থাকা কাজগুলোকে চিহ্নিত করে র্নিবাচনে বিজয়ী হলে সম্পন্ন করার জন্য কাজ করব বলে আশাবাদ ব্যাক্ত করেন।