ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৃদ্ধ কৃষককে হত্যা মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহ গৌরীপুরে পূর্বপরিকল্পিতভাবে বৃদ্ধ কৃষক মুজিবুর রহমান’কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার আসামি রাজিব আহমেদ (২৬)’কে রাজধানীর ভাটারা থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

রবিবার (০৩ মার্চ) র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।

শিহাব করিম জানান, ময়মনসিংহ গৌরীপুরে পূর্বপরিকল্পিতভাবে বৃদ্ধ কৃষক মুজিবুর রহমান’কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি রাজিব আহমেদ (২৬),’কে গতকাল বুধবার রাজধানীর ভাটারা থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০২।

তিনি বলেন, মামলার এজাহার সূত্রে জানা যায়, মোঃ মুজিবুর রহমান ও তার প্রতিবেশী আসামিদের সাথে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ৯ ফেব্রুয়ারি বিকালে ভিকটিম মো. মুজিবুর রহমান ও তার দুই ছেলেকে নিয়ে সবজি ক্ষেত পরিচর্যার কাজ করে বাড়ী ফেরার পথে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিম ও তার ছেলেদের উপর পরিকল্পিত ভাবে হামলা করে। একপর্যায়ে ভিকটিম ও তার ছেলেরা মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক স্থানীয় লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ভিকটিমদের অবস্থার অবনতি দেখলে তাৎক্ষনিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সবশেষ গত ১৪ ফেব্রুয়ারি ভিকটিম মো. মুজিবুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহত মো. মুজিবুর রহমান এর ছেলে বাদী হয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় ১২ জন আসামির নাম উল্ল্যেখ করে ও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল ঢাকার ভাটারা থানা এলাকা হতে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ