ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু

জমকালো আয়োজনের মধ্যদিয়ে ৮ বর্ষে পদার্পণ করলো দৈনিক সকালের সময়

বিশেষ প্রতিনিধি: ব্যপক উৎসাহ উদ্দিপনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৮ বছরে পদার্পণ করেছে দৈনিক সকালের সময় পত্রিকা। গতকাল বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। পরে আনুষ্ঠানিকভাবে গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও কেক কেটে পত্রিকাটির বর্ষপুর্তি পালন করা হয়। এ সময় দৈনিক সকালের সময়ের পক্ষ থেকে ২০ জনকে উত্তোরিও এবং ক্রেষ্ট প্রদান করা হয়। এরপর বিভিন্ন সংগঠন, সম্পাদক ও সাংবাদিকদের পক্ষ থেকে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিমকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

এ সময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আগত অতিথিরা বক্তব্য প্রদান করেন। অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খুব অল্প সময়ে এই পত্রিকাটি সবার মনে একটি জায়গা করে নিয়েছে। বিগত দিনেও দেখেছি এই পত্রিকাটি উন্নত রাষ্ট্র গঠনে খুব গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। এই পত্রিকা আগামীতে আরও ভাল কিছু করবে এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক সমাবেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রবিউল ইসলাম বলেন, নানা চড়াই-উৎরাই, ঘাত-প্রতিঘাত পেরিয়ে পত্রিকাটি অনেক দূর এগিয়েছে। আগামীতে পত্রিকাটি দেশের প্রথম শ্রেণির পত্রিকায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে তিনি পত্রিকাটির সমৃদ্ধি কামনা করে সকল কলাকৌশলীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম পর্বে সারাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধিরা তাদের অভিপ্রায় ব্যক্ত করেন।

তাদের কথা মনোযোগ দিয়ে শুনে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম। তিনি তার বক্তব্যে পত্রিকাটির কর্মরত কলাকৌশলী ও তথ্য সংগ্রহকারি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন পাঠকদের প্রতি। তিনি বলেন, আমার পত্রিকাতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হয় বলে পাঠক এখন পত্রিকাটি গ্রহণ করেছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পত্রিকাটি আজকের এ অবস্থায় পৌঁছেছে। আপনাদের সকলের সহযোগিতা পেলে আগামীতে পত্রিকাটি দেশের প্রথম সারির দৈনিকে পরিণত হবে। সবশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানের শেষে বিকেলে দেশের বিশিষ্ট শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুনঃ