
মোড়ক উম্মোচন করা হয়েছে সম্মিলিত কবিতার বই-৪-এর। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ডট কমের এ বই প্রকাশ করেছে শিরীন পাবলিকেশন্স। বইটির প্রধান সমন্বয়ক এম রহমান তারেক।
বুধবার ( ২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমী বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে সম্মিলিত কবিতার বই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বইটির মোড়ক উন্মোচন করেন প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্রের সমন্বয়ক, অণুকাব্যকার ও জনপ্রিয় ছড়াকার সাইদুজ্জামান রওশন ওরফে দন্ত্যস রওশন। এ সময় উপস্থিত ছিলেন কবি এম এম হুমায়ুন কবীর,শেরতাজ খান,আফসার উদ্দিন, আলামিন চৌধুরী স্বপন,কাজী মহিউদ্দিন,ভিনসেন্ট রিচমন্ড গোমেজ এবং আরো অনেকে।
বইটির সম্পাদনা করেছেন মো.শাজাহান শিকদার।
ডিআই/এসকে