ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

অসহায় ও পাহাড়িদের মাঝে নাইক্ষ্যংছড়ি বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে কর্মসূচী গ্রহণ করেছেন নাইক্ষ্যংছড়ি বিজিবি জোন।এর অংশ হিসেবে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিজিবি ব্যাটালিযন সদরে আয়োজন করা হয় অস্বচ্ছলদের সহায়তা দান,ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ নতুন কম্পিউটার প্রশিক্ষণর্থীদের ক্লাস উদ্বোধন, মেধাবী ,শিক্ষার্থীদের শিক্ষাপোকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়া চলমান রয়েছে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহন অপরাপর কর্মসূচীও।

অস্বচ্ছলদের সহায়তা দানসহ কর্মসূচি পালন উপলক্ষ্যে বিজিবি ব্যাটালিয়ন চত্বরে এক অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ১১ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল সাহল আহমেদ নোবেল।

ককসবাজারের বিজিবি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব রবিতরণ করেন। এর মধ্যে রয়েছে সনদপত্র, শিক্ষা উপবৃত্তি, স্কুল ব্যাগ হস্তান্তর এবং আর্থিক অনুদান প্রদান।

প্রধান অতিথি ও সভাপতি আর্থিকভাবে অসচ্ছল ও কর্মহীন ১০ জন শিক্ষার্থীর ৩ মাস ব্যাপী সমাপ্তকৃত কম্পিউটার প্রশিক্ষণ সনদ বিতরণ করেন।এছাড়াও নতুন করে অংশ নেয়া ১০ জন শিক্ষার্থীর সমন্বয়ে কম্পিউটার প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করেন।

আর অত্র এলাকার বিভিন্ন স্কুলের ৪৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন।

এছাড়া অত্র এলাকায় বসবাসরত ২৬ জন আর্থিকভাবে অসচ্ছল ও দুস্থ পাহাড়ি-বাঙ্গালির মাঝে নগদ আর্থিক অনুদানও প্রদান করেন।

এছাড়া সাংবাদিক আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের মাঝে উপহার প্রদান করেন অতিথিরা। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবিতে কর্মরত মেজর রাফি-উস-হাসান, অপস্ অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সুবেদার মেজর, বিজিবি সদস্যগণ আর পাহাড়ি ও বাঙ্গালি ব্যক্তিবর্গ, ক্ষুদ্র- নৃগোষ্ঠীর প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা বলেন,তারা সীমান্ত অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত রাখবে।

শেয়ার করুনঃ