ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোটর সাইকেল চাপায় আহত হয়ে সড়কে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে আসলেন সুনামগঞ্জের ডিসি
বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি: জনমনে স্বস্তি

ফরিদপুরে ডায়াবেটিক সচেতনতা দিবস পালিত

“ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময়”এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ডায়াবেটিক ‌ সচেতনতা দিবস পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ৯ টায় ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ৩য় তলায় লেকচার হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতি (ফডাস)-র সহ-সভাপতি শেখ আবদুস সামাদ। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর ডায়াবেটিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

এ সময় প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, চিকিৎসার মান উন্নয়ন সহ ইনসুলিন সার্বজনীন সহজলভ্য করার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। অসহায় ডায়ালাইসিস রোগীরা যাতে বিনামূল্যে ডায়ালাইসিস করতে পারে সেজন্য ধর্নাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। স্বনাম ও নিষ্ঠার সাথে রোগীদের সেবা প্রধান করতে হবে। অর্থের কারনে সেবার মান যেন ক্ষুন্ন না হয়। সেই দিকে নজর রেখে সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানটি শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ডিএফ-১৪ ব্যচের ছাত্র সাদমান রাফি, গীতা পাঠ করেন ডিএফ-১৪ ব্যচের ছাত্রী সৃষ্টি দে। অনুষ্ঠিতটি সঞ্চালনা করেন ইউরোলজী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সানজানা আহমেদ সিনথি, পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডাঃকেয়া খাতুন, কনসালটেন্ট, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন,ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ আ.স.ম. জাহাঙ্গীর চৌধুরী টিটো, অধ্যাপক আব্দুল হামিদ মোল্লা- আজীবন সদস্য, প্রফেসর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া- বিভাগীয় প্রধান প্যাথলজি বিভাগ, প্রফেসর মোঃ শাহজাহান- কার্যনির্বাহী সদস্য, ফডাস, প্রফেসর শেখ আবদুস সামাদ- সহ-সভাপতি, ফডাস।সমিতির কার্যনির্বাহী সদস্য বাবু চিত্ত রঞ্জন ঘোষ কার্যনির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মোসলেম উদ্দিন, প্রফেসর ডাঃ মোঃ মহিদুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ, প্রফেসর ডাঃ জে.সি. সাহা, প্রফেসর ডাঃ ইউসুফ আলী, প্রফেসর ডাঃ আবু হাশেম মিয়া, জনাব মজিবুর রহমান-সহকারী পরিচালক (প্রশাসন) প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ এর শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

শেয়ার করুনঃ