ঢাকা, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা
ঘোড়াঘাট উপজেলার বির্স্তৃণ মাঠ এখন সবুজের সমারোহ
নিকলীতে নিরীহ পরিবারকে একঘরে করার প্রতিবাদে নাগরিক ফোরামের স্মারক লিপি
ঘোড়াঘাটে গরু ব্যবসায়ীর বাড়িতে গরু চুরি
পটুয়াখালীর জৈনকাঠী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর নতুন ডিলারদের চাল বিতরণ
শিক্ষক মেলবন্ধন ২০২৫’ এ শিক্ষক সম্মাননা পেলেন ক্যামব্রিয়ান কলেজের নাজমুল হুদা
প্রভাবশালী ব্যবসায়ী কুতুবউদ্দিন সিন্ডিকেটের কাছে জিম্মি লামা-আলীকদমের কাঠ ব্যবসায়ী
নড়াইলের বন-খলিশাখালী দাড়ার মাইক্রো ওয়াটারসেড (খাল) পূনঃখনন কাজের উদ্বোধন
সীতাকুণ্ড – সন্দ্বীপ রুটে ফেরি চালু রাখার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় জমিজমা বিরোধের জেরে বৃদ্ধ মা’কে পেটালেন ছেলে
সালথায় দেশীয় এলজিসহ শর্টগানের ২টি তাজা কার্তুজ উদ্ধার
গাঁজায় গণহত্যার বিরুদ্ধে ফরিদপুরে এনজিও প্রতিষ্ঠানের মানববন্ধন
বকশীগঞ্জ নিহত রিপন মিয়ার লাশ উত্তোলনে বাঁধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট
উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
আমতলীতে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনময় সভা

রাস্তায় সমাবেশের অনুমতি দিবে না ডিএমপি;বিপ্লব কুমার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (প্রশাসন) বিপ্লব কুমার সরকার বলেছেন, রাস্তায় কোনো সমাবেশের অনুমতি দেওয়া হবে না। মাঠ কিংবা খোলা স্থান নির্বাচন করে সেটি উল্লেখ করে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর ) ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন।

বিপ্লব কুমার বলেন, ক্ষমাশীন দলকে সমাবেশের বিকল্প ভেন্যুর কথা বলা হয়েছে। বিএনপিকেও কি এমন কোনো চিঠি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সকল রাজনৈতিক দলকে অর্থাৎ যারা সভা-সমাবেশ করার অনুমতি চেয়েছে তাদের বলা হয়েছে জন দুর্ভোগ কমাতে রাস্তা বাদ দিয়ে খোলা স্থানে দেখতে বলা হয়েছে। সেটা খোলা মাঠ হতে পারে। সবাইকে বলা হয়েছে নিজেরটা নিজেরাই পছন্দ করে ডিএমপিকে জানাতে বলা হয়েছে।
কারণ আমাদের ঢাকা শহর মেঘা সিটি এখানে যদি লাখ লাখ মানুষের সমাগম হয় তাহলে ঢাকার বাসিন্দা যারা আছে দুই-আড়াই কোটি নগরবাসীর জীবন যাত্রা ব্যহত হয়। অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে সমস্যা হয়। সব দিকগুলো বিবেচনা করেই নগরবাসীর স্বার্থে নির্বিঘ্নে চলাচলের জন্য এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিএমপি কমিশনার সিদ্ধান্ত নিয়েছেন সমাবেশ করতে চাওয়া দলগুলোকে রাস্তা বাদ দিয়ে ভিন্ন স্থানে সমাবেশ করতে বলা হয়েছে। বিকল্প স্থান ঠিক করে আবেদন করলে কমিশনার চিন্তা করে দেখবেন তারা অনুমতি পাবে কি না।

তিনি আরও বলেন, আমি আশা করছি রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কথা চিন্তা করে রাস্তা বাদ দিয়ে খোলা স্থানে সমাবেশ করার চিন্তা করবে।

বিএনপি পল্টনেই সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তারা যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন তখন ডিএমপি কি করবে জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, রাজনৈতিক নেতারা কর্মীদের চাঙ্গা রাখার উদ্দেশ্যে অনেক সময় অনেক কিছুই বলেন। আমরা সেটিকে বিচার বিবেচনা নিচ্ছি না। আমরা আইনে কি আছে সেটা বিবেচনা করব। ডিএমপির যে অডিনেন্স আছে সেখানে বলা আছে, ঢাকা শহরে কোনো সভা-সমাবেশ করতে হলে অবশ্যই কমিশনারের অনুমতি নিতে হবে। কেউ যদি অনুমতি না নেয় সেটি আইন অমান্য হবে। তবে আমি আশা করব রাজনৈতিক দলগুলো আইনের প্রতি বাধ্য থেকে পুলিশের প্রতি সহযোগিতা করবেন। আমরাও সবাইকে সহযোগিতা করতে চাই।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ