
রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের তিলক মীমকো কার্বন ফ্যাক্টরিতে রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। কোম্পানির একাংশের মালিক শাহাজাহান শিকারী জানান,আজ রবিবার সকালে বাতাসের সাথে চুল্লি থেকে আগুনের ফুলকি বের হয়ে ট্রাকে রক্ষিত পাটখড়িতে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। কিন্তু একই সাথে তিনটি ট্রাকে রক্ষিত পাট খড়িতে কিভাবে আগুন লাগল সে ব্যাপারে তিনি কোন মন্তব্য করেননি ।
এসময় আগুন নেভাতে গিয়ে ২-৩ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, ট্রাকে রক্ষিত পাটখড়ি ফেলে দিয়ে ফায়ার সার্ভিস টিম ট্রাক ৩ টিকে রক্ষা করে। তিনি জানান,অগ্মিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। উল্লেখ্য উক্ত কার্বন ফ্যাক্টরিটি সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ছাড়া দীর্ঘদিন পরিচালিত হচ্ছে এবং সন্ধ্যার পর থেকে উক্ত ফ্যাক্টরির দূষিত কালো ধোঁয়া তিলক,আমদাবাদ, মাসুয়াডাঙ্গা, পাথরঘাটা ও নৈহাটী এলাকায় পরিবেশ দূষন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটখড়ির কালি রক্ষিত ভবনে অগ্নিকান্ড ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।