
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সহকারী সমিতি নির্বাচন ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। রাতে ভোট গণনা শেষ হয় বেশি ভোট পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি পদে জয় লাভ করেন জাহাঙ্গীর আলম ভুইয়া নয়ন ও সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন উত্তম কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার দিনভর জেলা আইনজীবী সহকারী সমিতির কক্ষে নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে প্রার্থীরা ১১ পদে নির্বাচনের বিজয় লাভ কারিদের নাম ঘোষনা সহ ফলাফল ঘোষণা করে নির্বাচনে পুলিং অফিসার এডভোকেট মাহবুব আহমেদ।