
নানা আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ক্রিড়া সংগঠন রাফি নূর স্পোর্টস একাডেমীর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডন্ট জোবায়ের খান নূর রাফি।শনিবার (১৭ ফেব্রয়ারি) সকালে উপজেলার সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাফি নূর স্পোর্টস একাডেমীর সহ সভাপতি মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: আল আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহেদুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক ফাহিম উদ্দিন। বক্তব্য রাখেন, হাতিয়া রেফারী এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক দিদার, হাতিয়া আম্পায়ার সমন্নয়ক মাহবুবুর রহমান সহ অনেক ক্রীড়া ব্যাক্তিত্ব।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, রাফি নূর স্পোর্টস একাডেমী একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এর মাধ্যমে সকল ক্রিড়া ব্যাক্তিদের নিয়ে হাতিয়ার খেলোয়াড়দের বাংলাদেশ জাতীয় দলের মাধ্যমে বিশ্ব দরবারে উপস্থাপন করাই হলো সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য।
আলোচনা সভায় পরবর্তী রাফি নূর স্পোর্টস একাডেমীর অফিস উদ্ভোধন ও প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তী ঘটে।