ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোটর সাইকেল চাপায় আহত হয়ে সড়কে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে আসলেন সুনামগঞ্জের ডিসি
বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি: জনমনে স্বস্তি
কলমাকান্দায় ৫০ বোতল ভারতীয় মদসহ একজন আটক

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্য গ্রেফতার, বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার

রাজধানীর মোহাম্মাদপুর, আদাবর, হাজারীবাগ এলাকায় ধারাবাহিক অভিযানে একাধিক কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ৩৯জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রুপগুলো হলো– গ্রেফতারকৃতদের মধ্যে ‘পাটালি গ্রুপের ৫ জন, ‘লেভেল হাই গ্রুপের ৬ জন’, ‘চাঁন গ্রুপের ৬ জন, ‘লও ঠ্যালা গ্রুপের ৫ জন, মাউরা ইমরান গ্রুপের ৭ জন, বাকি সাত জন অন্য গ্রুপের সদস্য। প্রতিটি গ্রুপে প্রায় ২০ থেকেব২৫ জন সদস্য রয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চাপাতি,রামদা, চাকুসহ দেশি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব বলছে,গ্রেফতার কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন এ তথ্য

র‍্যাব-২ অধিনায়ক বলেন,সাম্প্রতিক সময়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি ‘কিশোর গ্যাং’ গ্রুপ ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণের অপরাধ ক্রে আসছে। সাধারণ মানুষের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে র‌্যাব-২ এর একাধিক টিম রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’ এর অন্যতম মূলহোতা মো. সুজন মিয়া ওরফে ফর্মা সজিব(২৪), মো. রানা শিকদার(২৪), মো. জুয়েল মিয়া(২৪), মো. রাকিব ওরফে মুরগী রাকিব(২২) ও মো. সাগর(২৬)কে গ্রেফতার করা হয়।

আরেক অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘চাঁন গ্রুপ’ ও ‘মাহি গ্রুপ’র মো. মারুফ (২৩), মো.আল আমিন(২৪), মো. সাকিব ওরফে প্রকাশ রিয়াম (২৩), মো. জুয়েল (২৪), বিপ্লব রাজবংশী, মো. মেঘদাত ওরফে মেঘু(২২),মো. সকাল আহমেদ(২৬), মো. শরীফুল ইসলাম(২৩),মো. হৃদয় ইসলাম(২০),মো. ইয়াসিন(২০), মো. রাব্বি মিয়া(২০)কে গ্রেফতার করা হয়।

পৃথক অভিযানে চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপ ‘লেভেল হাই’ গ্রুপের মূলহোতা মো. শরিফ ওরফে মোহন (২১), মো. দুলাল ওরফে ডিস দুলাল (৩৫), মো. সোহাগ (৩১), মো. তারেক (২২), মো. হাসান (২০), মো. হৃদয় (২৪),মো. রাকিব(১৯), মো. নিশান(১৯),মো. রাসেল(১৯),মো. রাকিব(২৬), মো. শাহাদাত হোসেন(২১), মো. সোগাগ ফরাজি(২১),মো. সুজন ইসলাম (২৪), মো. রবিউল (২০), মো. আজগর (২০) মো. নাহিদ (২০), মো. সুজন ইসলাম (২৪), মো. ইমরান ওরফে মাউরা ইমরান(২৪), মো. সোহান (২৫), মো. ফরহাদ (২৫)কে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত ডিআইজি আনোয়ার বলেন,
পাটালি গ্রুপটি সুজন মিয়া ওরফে ফর্মা সজিবের নেতৃত্বে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। নিজেদের মধ্যে অন্তকোন্দলের কারণে এখন ২ থেকে ৩টি গ্রুপে বিভক্ত হয়। লেভেল হাই গ্রুপটি শরিফ ওরফে মোহনের নেতৃত্বে দীর্ঘদিন যাবত পরিচালিত হয়ে আসছে।

গ্রেফতারকৃতরা মোহাম্মদপুর, আদাবর, বেড়িবাধ ও ঢাকা উদ্যান এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। গ্রেফতার গ্যাংয়ের সদস্য গাড়ীর হেলপার ও চালক, দোকানের কর্মচারী, নির্মাণ শ্রমিক, পুরাতন মালামাল ক্রেতা, সবজি বিক্রেতা বিভিন্ন পেশার ছদ্মবেশে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি করত।

তিনি বলেন, র‍্যাব-২ গত এক বছরে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত প্রায় ছয় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যাদের বেশিরভাগই কোনো না কোনো গ্যাং গ্রুপের সদস্য। এই সকল গ্যাং গ্রুপের সদস্যরা টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে এলাকায় আধিপত্য বিস্তার ও নিজেদের অস্তিত্ব জানান দিয়ে আসছে। এর মাধ্যমেই তারা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই করে আসছে।

কিশোর গ্যাং দমনে গণমাধ্যম ও স্থানীয়দের সহযোগিতা চেয়ে র‍্যাব-২ অধিনায়ক বলেন, গণমাধ্যমের বিভিন্ন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ নিয়মিত কাজ করে আসছে। পাশাপাশি কিশোর গ্যাং দমনে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চাই। র‍্যাব-২ এর যোগাযোগের নাম্বারগুলোতে কিশোর গ্যাং গ্রুপের কর্মকাণ্ড বা তাদের তৎপরতা ভিডিও দিয়ে সহযোগিতা করবেন। যারা তথ্য দিবেন তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।

প্রতিটি কিশোর গ্যাং দল রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। আজকে গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে কি না জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, কিশোর গ্যাং সদস্যদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হতে তদন্ত করতে হয়। আমাদের তদন্তে এখন পর্যন্ত কোনো দলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৫ মাস আগে একটি কব্জি কাটা গ্রুপের সদস্যদের গ্রেফতার করেছি। আজকেও আমরা বেশ কিছু গ্রুপের সদস্যদের সদস্যদের গ্রেফতার করেছি। আমরা নিয়মিত কাজ করে আসছি। গত দুই মাসে আমরা শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ