
ডেস্ক রিপোর্ট :

আয়োজক সংগঠনসহ রংপুরের ৮টি সাংবাদিক সংগঠন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে টুর্নামেন্টে অংশ নেওয়া সাংবাদিক সংগঠনগুলোর দলীয় জার্সি ও লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক কামরুল ইসলাম ভরসা।
এ সময় প্রেসক্লাব রংপুরের সভাপতি মোনাব্বর হোসেন মনার সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাব রংপুর-এর সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ্ বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি শাহ্ নেওয়াজ জনি, সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান হিরু।
জার্সি ও লোগো উন্মোচন শেষে প্রধান অতিথি কামরুল ইসলাম ভরসা বলেন, মিডিয়া কাপ আয়োজনের মধ্য দিয়ে রংপুরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। আপনারা সাংবাদিকরাও খেলতে নামছেন এটা দেখে খুব ভালো লাগছে। সব সংগঠনগুলোর উদ্দীপনা ভালো লাগার ব্যাপার। এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে আশা করছি।
প্রেসক্লাব রংপুর-এর সাধারণ সম্পাদক মেরিনা লাভলী বলেন, আমরা চাই সবাই ভালো সম্পর্ক ধরে রেখে আমাদের নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে সব সংগঠনের মেলবন্ধন অটুট থাকবে। সবার সহযোগিতা পেলে আমরা সবাইকে নিয়ে আগামীতেও এই আয়োজন করতে চাই। যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
মিডিয়া কাপ-২০২৪ এর আহ্বায়ক ও প্রেসক্লাব রংপুরের ক্রীড়া সম্পাদক জিতু কবীর জানান, শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আবু জাফর, জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।
তিনি আরও জানান, রংপুরে প্রথমবারের মতো ৮টি সাংবাদিক সংগঠন প্রেসক্লাব রংপুর এই টুর্নামেন্টের আয়োজন করেছে। শনিবার সকালে স্বাগতিক প্রেসক্লাব রংপুর ও রংপুর রিপোর্টার্স ক্লাব টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় খেলায় বিকেলে মাঠে নামবে রংপুর সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব রংপুর। পরদিন রোববার সকালে খেলবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর বনাম রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বিকেলে অপর খেলায় মুখোমুখি হবে রংপুর রিপোর্টার্স ইউনিটি ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর।
আট দলের অংশগ্রহণের এই টুর্নামেন্টের প্রতিটি খেলা নকআউট পদ্ধতিতে হবে। ২৩ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ২৪ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।