ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

তানোরে আগুনে পুড়লো আ’ লীগ নেতার দোকানের ২৫ লাখ টাকার মালামালসহ মটরসাইকেল 

 রাজশাহীর তানোরে আগুনে পুড়লো ইউনিয়ন আ’ লীগ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসানের দোকানের ২৫লাখ টাকার কিটনাশকসহ মটরসাইকেল। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলা লালপুর বাজারে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা থেকে ৫ টার মধ্যে। ভোর ৫ টার দিকে লালপুর বাজারের চায়ের দোকানী কাউছার আলী হাসান মেম্বারের দোকানের সামনের ট্যাপ কলে পানি নিতে গিয়ে দোকানে আগুন জ্বলতে দেখে তানোর ফায়ার সার্ভিস ও দোকানের মালিক হাসান মেম্বারকে ফোন করেন।

খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে যায় পুরো দোকানের প্রায় ২৫ লাখ টাকার মালামাল ও একটি এ্যাপাচি আরটিআর মটরসাইকেল। এসময় দোকানের মালিক আ’ লীগ নেতা ইউপি সদস্য আবুল হাসান ঢাকায় অবস্থান করছিলেন।

এব্যাপারে হাসান মেম্বারের ভাই লালপুর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মোতাহারুল হাকিম বলেন, হাসান ভাই ঢাকায় গেছেন। আমি রাত ২ টার দিকে এসে দোকান ঘরে ঠিকঠাক ভাবেই তালা মারা দেখেছি, ভোরে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পর জানতে পেরেছি আগুনে দোকান ঘর পড়ছে। তিনি বলেন, দোকানের সাটারের একটি তালা ভাঙ্গা হয়েছে এবং ওই তালা পুড়ে যাওয়া দোকানের ভিতরে পড়েছিলো যা পুলিশকে দেয়া হয়েছে। পরিকল্পিত ভাবে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানান তিনি।তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, আমরা যখন যায়, তখন দোকানের সাটার খোলা অবস্থায় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলো।

আগুনের সুত্রপাতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে তিনি বলেন বিদ্যুতের স্বর্ট সার্কিটের কারনেও হতে পারে বলে জানান তিনি। এব্যাপারে দোকানের মালিক আ’ লীগ নেতা ইউপি সদস্য আবুল হাসান বলেন, আমি আজ রাতেই ঢাকায় এসেছি, মোবাইল ফোনে দোকানে আগুনের দোকান পুড়িয়ে দেয়ার খবর পেয়েছি। তিনি বলেন, ২০০৬ সাল থেকে লালপুর বাজারে কীটনাশকের ব্যবসা করছেন তিনি।

শক্রুপক্ষ পরিকল্পীত ভাবে রাতে আমার দোকানে আগুন দিয়ে ১টি মটরসাইকেল, দোকানের বাকির বেশ কয়েকটি খাতাসহ প্রায় ২৫ লাখ টাকার কিটনাশক ও মালামাল পুড়ে ছাই হয়েছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, দোকানে আগুনের খবর পেয়ে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ