ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ উপলক্ষ্যে কমিউনিটি পুলিশিং সভা ও প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত 

হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের উদ্যেগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৫- ফেব্রুয়ারি) হ্যালো এইচপি অ্যাপস ব্যবহার করে হাইওয়ে পুলিশের জরুরি সেবা গ্রহণ সম্পর্কিত প্রচারণা, কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা ও চালক হেলপারদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা এবং প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বাস ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ চালক, হেল্পারদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা ও বিশেষ  কমিউনিটি পুলিশিং মতবিনিময় অনুষ্ঠিত হয়।

হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ (১৩ থেকে ১৯) ফেব্রুয়ারি পালন করছে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন, রংপুর। তারই ধারাবাহিকতায় তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। ২য় দিনের কর্মসূচি শুরুর পূর্বে এস এস সি পরীক্ষার্থীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর লক্ষ্যে যানজট নিরসনে কাজ করে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ। পরবর্তীতে অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিটি কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক, চালক, হেলপার, মহাসড়কে নিয়মিত চলাচল’রত পথচারী, ছাত্র, শিক্ষক, জনপ্রতিনিধি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বিকেলে ভজনপুর ডিগ্রি কলেজ মাঠে সকলের উপস্থিতিতে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ বনাম ভজনপুর ডিগ্রি কলেজ এক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন, ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ, তেঁতুলিয়া মাঝিপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ, সাবেক তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তেঁতুলিয়া পাথর উত্তোলন মাটিকাটা শ্রমিক ইউনিয়নের বর্তমান মোঃ মুক্তারুল হক মুকু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত সকলেই হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে হাইওয়ে পুলিশের চলমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, হাইওয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি সাড়াদেশে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ পালিত হচ্ছে। আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই সেবা সপ্তাহ পালন করছি।

পরিবহণের সাথে যারা সম্পৃক্ত তাদের’কে সাথে নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পর্যায়ক্রমে উদ্ধতর্ন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করছি। হাইওয়ে সড়কের বিভিন্ন আইন,

বিধিনিষেধ সম্পর্কে সকলকে সচেতন করা ও হাইওয়ে পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়াই এই সেবা সপ্তাহের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

শেয়ার করুনঃ