ঢাকা, বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মধ্যনগরের মহিষখলায় ভারতীয় গবাদিপশুর চালান জব্দ
সুনামগঞ্জের বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসার কালাম-জব্বার বদলি
পুলিশ তদন্ত কেন্দ্রে ঘুসের টাকার বান্ডিল গুণে বুঝে নিচ্ছেন এএসআই
বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৪
কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মীদের পদত্যাগ
বাগমারায় পরীক্ষা কেন্দ্র থেকে সাংবাদিককে বের করে দিলো ইউএনও
নবীনগরে ধর্ষণের মামলা ধামাচাপা দিতে প্রধান আসামীর মানববন্ধন ও বিকৃত ভিডিও ধারণ
লক্ষ্মীপুরে আ’লীগ সন্ত্রাসী বাবলু মীরের হামলা শিকার জামায়াত কর্মী
বিরামপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সন্মেলন
গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রের হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ
সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আত্রাই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ
মিয়ানমারে ভূমিকম্পে অন্যতম সর্বোচ্চ ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ
নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে বৈশাখী মেলায় জুয়ার আসর থেকে আটক-৪
বকশীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উন্নয়নের মূলধারার ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতাকে সবার আগে বিবেচনা করতে হবে: জেলা প্রশাসক

কারামুক্ত মির্জা ফখরুল ও আমীর খসরু

ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্ত হন।

কারা ফটকে দলীয় নেতাকর্মীরা মির্জা ফখরুল ও আমীর খসরুকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে এ দুই নেতার অন্যতম আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে যেসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেইসব মামলায় আদালত থেকে উনারা জামিন পেয়েছেন। যেহেতু ওইসব মামলায় আদালতে হাজিরার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ছিল সেসব ওয়ারেন্টসমূহ প্রত্যাহার করার আইনি বিধান রয়েছে। ওইসব প্রডোকশন ওয়ারেন্ট প্রত্যাহারের যাবতীয় প্রক্রিয়া শেষ করে কাগজপত্র কারাগারে পৌঁছালে তারা মুক্ত হন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, বিএনপি মহাসচিবের ১৩টি মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ছিল।

ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের বিএনপির এ দুই জ্যেষ্ঠ নেতার জামিন মঞ্জুর করেন। এই মামলার জামিনের আগে আরও ১০টি মামলায় তাদের জামিন হয়েছে। মির্জা ফখরুল ও আমীর খসরুর আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন গতকাল বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা সব মামলা জামিন হওয়ায় এখন তাদের মুক্তি পেতে আর কোনো বাধা নেই।

গত ২৯ অক্টোবর গোয়েন্দা পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং ২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদ্স্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের তাদের বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে ২৮ অক্টোবর বিএনপিরর মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখায়।

 

শেয়ার করুনঃ