ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফরিদপুরে সংরক্ষিত আসনে এমপি মনোনীত’ ঝর্ণা হাসান’

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে ফরিদপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান। বুধবার (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান ফরিদপুর শহরের দক্ষিণ আলীপুর মহল্লার বাসিন্দা। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। তিনি প্রয়াত শ্রমিকনেতা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ও সাবেক পৌর মেয়র হাসিবুল হাসান লাভলুর স্ত্রী।

২০১০ সালের ২৪ জানুয়ারি মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে হাসিবুল হাসান লাভলু মারা যান। তারপর থেকেই রাজনীতিতে সক্রিয় হন ঝর্ণা। তিনি এর আগে ফরিদপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। ২০২০ সালে তিনি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। ঝর্ণা হাসানের ছেলে মো. শরিফুল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

ঝর্ণা হাসান বলেন, একজন কর্মী হিসেবে দলের সংকট ও সম্ভাবনায় দলের পাশে থেকেছি। দলও আমাকে মূল্যায়ন করেছে। সংরক্ষিত আসনে আমাকে সুযোগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমি এলাকার উন্নয়ন ও সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ নির্মাণে নেত্রীর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাব।

এদিকে, ঝর্ণা হাসান এমপি মনোনীত হওয়ার খবরে বুধবার সন্ধ্যায় ফরিদপুরে আনন্দ মিছিল বের করা হয়। তার বাসভবন থেকে আলিপুরবাসীর পক্ষে আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন জায়গা ঘুরে উদয়ন সংঘে এসে শেষ হয়। এসময় মিছিলকারীরা ঝর্ণা হাসানকে সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

তাছাড়া ঝর্ণা হাসান সংরক্ষিত মহিলা এমপি হিসেবে মনোনয়ন পাওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরাসহ আরও অনেকে তাকে শুভেচ্ছা জানান

শেয়ার করুনঃ