
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কলে ময়মনসিংহের ত্রিশালের একটি ভবনের কার্ণিশে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার ( ২৫ অক্টোবর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার। আজ সকালে শিশুকে উদ্ধার করা হয়।
আনোয়ার সাত্তার বলেন, বুধবার (২৫ অক্টোবর) সকালে ইসহাক নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এ ফোন করে জানান, ময়মনসিংহের ত্রিশালে মাদ্রাসাতুল ইদকান নামের একটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র দশ বছর বয়সী এক শিশু মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ভবনের পাঁচতলার ছাদের কার্ণিশে আটকে পড়েছে।
এ সময় তিনি শিশুটিকে জরুরি উদ্ধারের অনুরোধ জানান।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল এএসএম ফয়সাল। কনস্টেবল ফয়সাল তাৎক্ষণিকভাবে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার ম হানজালাল উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।
পরিদর্শক আনোয়ার আরও জানান, ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ষ্টেশন অফিসার সাদেকুর রহমান ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেছেন।
ডিআই/এসকে