ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ

আশুগঞ্জে সরকারী হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে সোমবার(১২ ফেব্রুয়ারি)সকালে স্কুলের নিজস্ব আয়োজনে বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল আশুগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন।অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন স্কুলের ছাত্র-ছাত্রীরা।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী তাহমিনা শারমিন, নবীনগর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আলমগীর মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শওকত আকবর খান।এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল শিকদার, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবীর, উপজেলা যুবলীহের যুগ্ন আহবায়ক মতিউর রহমান সরকার, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সালাহ উদ্দিন সোহেল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এটি একুশের মাস। এ মাসের চেতনাকে লালন করে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, তার পাশাপাশি পেয়েছি স্বাধীনতা ও বাঙ্গালী জাতির ভাষা বাংলা ভাষা। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্বের মাধ্যমে পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে আমরা এই দেশের স্বাধীনতা পেয়েছি। তাই একুশে ফেব্রুয়ারি আজ সারা বিশ্বের দরবারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেরবে স্বীকৃতি পেয়েছে।
তিনি আরো বলেন, আমরা মাদক কে না বলব, কারন মাদক সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে, এর প্রভাব থেকে আমরা বিরত থাকব। স্মাট বাংলাদেশ বিনির্মাণে পড়াশোনা করতে হবে। আর সেজন্য স্মাট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, স্মাট শিক্ষারথী হতে হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সামাজিক,রাজনৈতিক,শিক্ষার্থীদের অভিভাবক , শিক্ষকগন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিশিষ্ট ব্যাক্তিবর্গ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক মোজাহিদ মিয়া।

শেয়ার করুনঃ