
পুলিশিং সেবাকে সম্মানিত নাগরিকদের দোরগোড়ায় পৌছে দিতে কুড়িগ্রাম জেলায় প্রতিমাসের প্রথমার্থে সকল বিট পুলিশিং কার্যালয়ে প্রায়োরিটি পুলিশিং সার্ভিস আওয়ার চালু করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। সেই ধারাবাহিকতায় বিগত মাসগুলোর ন্যায় রবিবার ( ১১ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের ৭৩ টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থিত বিট পুলিশিং কক্ষে বিট অফিসারবৃন্দ সকাল ১০.০০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত অবস্থান করেন। নাগরিকদের কথা শুনেন। সহজে সমাধানযোগ্য সমস্যাসমুহের সমাধান করেন। ফৌজদারি নয়, এমনসব সমস্যা যথাযথ অফিসে রেফার করেন। বিট পুলিশ অফিসারদের এই সার্ভিস আওয়ারে প্রাধিকারভুক্ত তালিকায় থাকেন সিনিয়র সিটিজেন, অন্যান্যভাবে সক্ষমব্যক্তি ও শিশু।
বিট পুলিশ অফিসারবৃন্দ শুধু সমস্যা সমাধানের উদ্দ্যোগের পাশাপাশি নানাবিষয়ে ছোট পরিসরে সচেতনতাবৃদ্ধিমুলক বিভিন্ন বার্তা প্রদান করেন বিটের সম্মানিত ব্যক্তি ও সেবাগ্রহীতাদের। মাদক, যৌতুক, বাল্যবিবাহ, গ্যাংকালচার, সড়ক সচেতনতা বিষয়ে আইনী পরামর্শ প্রদান করেন।
এছাড়াও বাংলাদেশ পুলিশের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা অতি সন্নিকটে, এ পরীক্ষা সম্পূর্ন মেধা, যোগ্যতা, সততা ও নিষ্ঠার সাথে হবে, তাই কোন অসদুপায়, অসততা, তদবীর, অর্থের লেনদেন থেকে বিরত থাকার জন্যও এলাকাবাসীকে অবহিত করেন।
কুড়িগ্রামের উলিপুর থানার বেগমগঞ্জ বিটের দায়িত্ব প্রাপ্ত সাব-ইন্সপেক্টর শামীম মন্ডল জানান বেগমগঞ্জের সম্মানিত সকলকে মাদক ও জুয়ার অপকারিতা সম্পর্কে অবহিত করেছি। নিয়োগ সংক্রান্তে প্রতারনার না জড়ানোর ব্যাপারে অবহিত করেছি।
অন্যদিকে রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের বিটে এসআই জুয়েলের কাছে আগত সেবাপ্রার্থী আমেনা বেগম (৫০) জানান হামাক আর থানাত যাবার নাগেনা, হামার বাড়ির কাছোতে পুলিশ আইসে। ওমরা নিজেরাই হামার সমস্যা ঠিক করিবার চেষ্ঠা করে।
এভাবেই কুড়িগ্রামের নাগরিকদের সেবায় ও অপরাধ নির্মুলে সর্বদাই সচেষ্ঠ জেলা পুলিশ।
ডিআই/এসকে