ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন

চট্টগ্রামে ১২৫ ভরি স্বর্ণ চুরি চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে বাসা থেকে ১২৫ ভরি স্বর্ণ চুরি হওয়ার আট দিন পর চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৫২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন- আরিফ হোসেন মেহেদী ওরফে মেহেদী হাসান (২৬), মো. আইয়ুবের ছেলে মো. শরীফ (২০), মেহেদি হাসান রুবেল (২৩), মো. সাইদুল ইসলাম রিগ্যান (২২), মো. হান্নান হোসেন (২৩) এবং মো. রিয়াদ হোসেন (১৯)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। এর আগে গত ২ ফেব্রুয়ারি রাতে নগরের চকবাজার থানাধীন মেহেদীবাগ এলাকার আমিরবাগ আবাসিকের এস আর হাউজ নামে একটি বাড়ির বেলকনির গ্রিল কেটে দুর্বৃত্তরা চুরি করে ১২৫ ভরি স্বর্ণালংকার। সিসিটিভি ফুটেজ দেখা যায়, গত ২ ফেব্রুয়ারি শনিবার রাত ৩টায় নগরীর আমিরবাগ এলাকায় এস আর ভবনের দ্বিতীয় তলার পেছনের ঘরের বারান্দার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকছে চোর চক্র। চুরির পর চক্রের চার সদস্যকে হাতে ব্যাগ নিয়ে আমিরবাগ এলাকার রাস্তা দিয়ে হেঁটে বের হয়ে যেতে দেখা যায়। সিএমপির উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, গত ২ ফেব্রুয়ারি সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সরোয়ার আলমের ঘরে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। তিন বোন, এক ভাইয়ের রাখা ১২৫ ভরি স্বর্ণ, নগদ টাকা, ডলার চুরি করে নিয়ে যায় চোর চক্র। ঘটনার পর পুলিশের অভিযানের এক পর্যায়ে মাদক মামলায় সদরঘাট থানায় গ্রেপ্তার হওয়া আসামি মেহেদী জানায়, কিছু চোরাই স্বর্ণালংকার তার কাছে আছে, যা আমিরবাগ থেকে চুরি করা হয়েছে। এর পরেই মূলত ঘটনার জট খুলতে থাকে। এ সময় আসামিসহ ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ৫২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। অপর আসামিদের নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সংঘবদ্ধ চক্রটি টোকাই সেজে বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। কোনো ভবনে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল দেখলেই সেই ঘরটি চুরির টার্গেট করে চোর চক্রটি।

তিনি বলেন, গ্রেপ্তারের পর মেহেদী হাসান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে তিনি বলেন, তার কাছে চোরাই স্বর্ণালংকার লুকায়িত আছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড় এলাকায় কনকর্ড গ্রুপের খালি জায়গায় থাকা ঝোপের মধ্যে মাটির নিচ থেকে তার দেখানো ৫২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। সিএমপির এডিসি নোবেল চাকমা জানান, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে নগরের ডবলমুরিং, বন্দর, সদরঘাটসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জানান, চোর চক্রটি ১২ সেকেন্ডের মধ্যে গ্রিল কিংবা আলমারির তালা ভাঙতে পারদর্শী। সেই সঙ্গে চোর চক্রের আরও এক সদস্যকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ