ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে কর্মরত পুলিশ সদস্যদের পিতামাতার প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

কর্মক্ষেত্রে পুলিশ সদস্যদের পিতামাতারা অনেকটা মিসিং ডট। নানাবিধ কর্মব্যস্ততা, বদলীর চাকরি, অবস্থান, পারিবারিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে পুলিশ সদস্যরা তাদের বাবামায়েদের সেভাবে সেবাযত্ন বা দেখভাল করতে পারেন না। সেই উপলব্ধি থেকে কুড়িগ্রাম জেলায় কর্মরত পুলিশ সদস্যদের পিতামাতাদের জন্য এক প্রীতি সম্মেলনের আয়োজন করে কুড়িগ্রাম জেলা পুলিশ।

শনিবার ( ১০ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এই প্রীতি সম্মলনে আগত পিতামাতাদের ফুলেল শুভেচ্ছা জানান কর্মরত পুলিশ সদস্যরা। পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এর ফুলেল শুভেচ্ছা ও উদ্বোধনী বক্তব্যের পর শ্রদ্বাভাজন পিতামাতাদের বেসিক হেল্থ চেকআপ ( ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ব্লাড গ্রুপ সহ অন্যান্য) করা হয়। ক্ষেত্রভেদে তাৎক্ষণিক সরবরাহ করা হয় প্রাথমিক মেডিসিন ও চিকিৎসা।

সকলের নাস্তা হিসেবে পরিবেশন করা হয় শীতকালীন পিঠা ও পুলি। পুলিশ সদস্যদের মায়েদের জন্য ছিল আনন্দময় মিউজিক্যাল চেয়ার খেলা। এখানে ১ম স্থানে পুরষ্কার পান পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল জীবন চন্দ্র রায় এর মাতা জনাব জোনাকী রায়, ২য় স্থানে ডিএসবিতে কর্মরত কনস্টেবল ইমরান এর মাতা মোছা. জেসমিন আক্তার এবং ৩য় স্থানে রৌমারী সার্কেল অফিসে কর্মরত এএসআই নিরস্ত্র মো. রোকনুজ্জামান এর মোতা মোছা. আমবিয়া খাতুন।

বাবাদের আনন্দময় ঝুঁড়িতে বল নিক্ষেপ খেলায় ১ম পুরস্কার পান পুলিশ লাইন্সে কর্মরত এএসআই সশস্ত্র মো. রাজু এর পিতা জনাব মোঃ জয়নাল আবেদিন, ২য় স্থানে পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মিন্টু চন্দ্র এর পিতা বাচ্চা চন্দ্র এবং ৩য় স্থানে ভূরুঙ্গামারী থানায় কর্মরত কনস্টেবল মো. আল আমিনের পিতা মো. এজাজুল। তারপরে আগত পুলিশ সদস্য ও তাদের শ্রদ্ধাভাজন পিতামাতার সাথে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম দুপুরের প্রীতিভোজে অংশ গ্রহণ করেন।

প্রীতিভোজ পরবর্তী সময়ে বাবা মায়েরা তাদের সন্তানকে পুলিশে দিয়ে গর্ববোধ পূর্বক নানাবিধ স্মৃতি রোমন্থন করেন। অনেকেই বলেন, সন্তানদের কর্মক্ষেত্রে বাবামায়েদের সম্মান জানানোর এই বিরল বিষয় তাদের জীবনে প্রথম। তারা এই স্মৃতি আমৃত্যু মনের মনিকোঠায় সঞ্চয় করে রাখবেন। পুলিশ সদস্যদের অনেক অভিভাবক মাননীয় আইজিপি ও সদাশয় সরকারের সুউচ্চ প্রশংসা করে স্মৃতি রোমন্থন করেন। অনুষ্ঠান সমাপনীর পূর্বে সকল গর্বিত পিতা-মাতাকে পুলিশের মনোগ্রামযুক্ত শীতের শাল উপহার দেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

উক্ত পিতা-মাতার প্রীতি সম্মেলন অনুষ্ঠানের নানা পর্যায়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সুমন রেজা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান, আরআই, পুলিশ লাইন্স মো. জহরুল হক, ডিআইও-১ মো. আব্দুর রাজ্জাক মিঞা, অফিসার ইনচার্জ, কুড়িগ্রাম থানা মো. মাসুদুর রহমান, ওসি ডিবি মো. আইয়ুব আলী, ইনচার্জ, সদর ট্রাফিক জনাব এ কে এম বানিউল আনাম সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ