ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাইক্রোবাসে ঢাকায় পৌছে দেয়ার কথা বলে ডাকাতি! গ্রেফতার ১

ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসে ঢাকায় পৌছে দেয়ার কথা বলে বাসের জন্য অপেক্ষমান এক যাত্রীকে গাড়িতে তুলে তার মূল্যবান সামগ্রী ও টাকা পয়সা লুট ও পরিবারের কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে টাকা নিয়ে রাস্তায় ফেলে যায় একটি ডাকাত চক্র।

গত বছরের ১২ ই ডিসেম্বর বিকেলে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-বরিশাল হাইওয়ে রোড এর উপর এ ঘটনা ঘটে।

ডাকাতির এ ঘটনায় আন্তঃ জেলা ডাকাত দলের নেতা ডাকাত সর্দার পরিমল ওরফে সাগর হাওলাদার’কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব -১০।

শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে র‌্যাব ১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল ৯ ফেব্রুয়ারি মাঝরাতে র‌্যাব-১১ ও র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকার দক্ষিণ মিজমিজি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের প্রধান পলাতক আসামী পরিমল ওরফে সাগর হাওলাদার (৪৩) কে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামী পরিমল ওরফে সাগর হাওলাদার আন্তঃজেলা ডাকাত দলের নেতা। সে ও তার ডাকাত দলের অন্যান্য সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে গত ১২ ডিসেম্বর বিকেলে ঢাকায় আসার জন্য বাসের অপেক্ষমান থাকা কামরুল হাসান (৩৩) কে গাড়িতে তুলে নিয়ে ডাকাতি সংগঠিত করে।

ডাকাতির বর্ননা দিতে গিয়ে সহকারী পুলিশ সুপার বলেন, একটি সিলভার রংয়ের নোয়া মাইক্রোবাসে করে সাগর হাওলাদার ও তার অন্যান্য সহযোগীরা মিলে কামরুল হাসান কে কোথায় যাবেন? জিজ্ঞাসা করলে ভিকটিম বলে যে সে ঢাকায় যাবে। তখন তাদের সঙ্গে ঢাকায় যেতে পারেন এবং এর বিনিময়ে বাসের ভাড়া দিলেও চলবে বলে জানায়। কামরুল হাসান সরল বিশ্বাসে আসামীদের সাথে উক্ত মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে দেয়।

পরবর্তীতে ভাঙ্গা গোল চত্তর অতিক্রম করার পর ডাকাত দলের সদস্যরা কামরুল হাসান’কে গাড়ীর মধ্যে হাত, পা বেধে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

তিনি জানান, কামরুল হাসান মৃত্যু ভয়ে ভীত হয়ে তার স্ত্রীকে ফোন করে নগদ টাকা পাঠাতে বলে। আসামীদেরকে নগদ ও বিকাশের মাধ্যমে নগদ ৪৩,০০০/- টাকা পাঠালে ডাকাত দলের সদস্যরা কামরুল হাসান’কে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ