
মোঃ আখতার হোসেন হিরন সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,রাজপথের লড়াকু সৈনিক মাহবুবুল আলম ওসমান (৩৮) সোমবার রাতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…..রাজিউন)।
মঙ্গলবার দুপুর আড়াইটায় হাটিকুমরুল রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মুসুল্লির অংশ গ্রহনে তার নামাজে জানাযা শেষ করে সামাজিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে। তাঁর এ অকাল মৃত্যুতে পরিবারসহ অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম আম্বিয়া’র পরিচালনায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। ভার্সুয়াল বক্তব্য প্রদান করেন উল্লাপাড়ার সাবেক এমপি এম আকবর আলী।আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অন্যান্য ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ সহ সলঙ্গা থানা বিএনপির সভাপতি সম্পাদক এবং অত্র এলাকার হাজারো নেতাকর্মী।