
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা অভিযান ক্লাবের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক পরিবার মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে সংগঠনের সভাপতি আমিনুল হক সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সফিউল আজম সোহানের সঞ্চালনায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অভিযান ক্লাবের শুভাকাঙ্ক্ষী ও ১ নং করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমরান হোসেন। আরও উপস্থিত ছিলেন, অভিযান ক্লাবের কার্যকরি পরিষদ সদস্য ও সাবেক সভাপতি সোলেমান উদ্দিন বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল হক তপু, বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ আবু ফয়সাল রিফাত, ক্রীড়া সম্পাদক রাকিব হোসেন, সাহিত্য ও সামাজিক সম্পাদক অভিজিৎ তালুকদার, সদস্য শাহাদাত হোসেন নিলয়, সদস্য আরিফুল হক প্রমূখ।