ঢাকা, শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদলের বিক্ষোভ
কালিগঞ্জের লম্পট গৌরপদ মন্ডল গ্রেফতার
বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী
আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা গ্রেপ্তার-১
বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-র‍্যালি
বাকাশিবোর চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছাও অভিনন্দন পেয়েছেন প্রকৌশলী রুহুল আমিন
বান্দরবানের কালাঘাটায় বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে-নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ
রামপুরায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর চাঁদা দাবী,উদ্ধারে পুলিশ
রূপসায় ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট

‘হামুন ’ মোকাবেলায় প্রস্তুত আমতলী-তালতলীর ১৭৬ সাইক্লোন শেল্টার

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘হামুন’-এ পরিণত হয়েছে।
আবহাওয়া অফিস পায়রা সমুদ্র বন্দরসহ উপকুলীয় এলাকায় (৭) হুঁশিয়ারি সংকেত জারী করেছেন হামুন ঘূর্ণিঝড় মোকাবেলায় মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য বরগুনার আমতলী ও.তালতলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
এই দু’উপজেলা রেড ক্রিসেন্ট অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়
“হামুন” মোকাবেলায় প্রস্তুতি হিসেবে আমতলী উপজেলায় ১১১টি ও তালতলী উপজেলায় ৬৫টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
আমতলী ও তালতলী দু’উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ৩৪৬০ পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবকরা ঘূর্ণিঝড় “হামুন” সম্পর্কে মানুষের মধ্যে সচেতন করতে প্রচার- প্রচারণা চালাচ্ছেন।
আমতলী উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় “হামুন ” মোকাবেলায় উপজেলা ঘূর্ণিঝড় .প্রস্তুতি কর্মসূচি ২৩০০ পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবকরা গ্রাম-গঞ্জের মানুষদের সচেতন করতে প্রচারনা চালাচ্ছেন।
অপরদিকে সমুদ্রঘেষা পায়রা (বুড়িশ্বর) ও আন্ধারমানিক দু’টি বৃহৎ নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত আমতলী ও তালতলী উপজেলা অবস্থিত। তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া, কড়াইবাড়িয়া, শারিকখালী, ছোটবগী, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়ন সমুদ্রের নিকটবর্তী হওয়ায় চরম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এ ছাড়া আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া, আমতলী সদর, আমতলী পৌরসভা, চাওড়া ও গুলিশাখালী ইউনিয়ন পায়রা নদীর তীরবর্তী স্থানে হওয়ায় এ এলাকাও ঝুঁকির মধ্যে রয়েছে।
সমুদ্র উপকূলীয় অঞ্চল হওয়ায় একাধিক সাইক্লোন, ঝড়, জলোচ্ছাস,ঘূর্ণিঝড় আঘাত হেনেছে আমতলী ও তালতলী উপজেলায়।
এতে ব্যাপক জানমালের ক্ষয় হয়েছে। ১৯৭০ সালে ১২ নভেম্বর আমতলী ও তালতলীর উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। ক্ষতিগ্রস্থ হয়েছিল কোটি কোটি টাকার সম্পদ। ২০০৭ সালে সুপার সাইক্লোন সিডরে আমতলী ও তালতলীর ২৯৭ জন মানুষ প্রাণ হারিয়েছিল।
নিখোঁজ রয়েছে ৪৯ জন এবং আহত হয় ২৫০০ জন। ওই সময় সবচেয়ে বেশী প্রাণহানী ঘটেছিল তালতলীর বঙ্গোপসাগরের তীরবর্তী
নিদ্রারচর, সখিনা, আশারচর, জয়ালভাঙ্গা ও ফকিরহাট এলাকায়। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকা ও সচেতনার অভাবে হতাহতের সংখ্যা বেশী হয়েছে বলে এলাকার সচেতন মহল দাবি করেন।তালতলীর সোনাকাটা ইউপির মৎস্য ব্যবসায়ী মো.দুলাল মিয়া বলেন, আমাদের এলাকাটি সমুদ্রের খুব কাছাকাছি। কিন্তু এখানে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকায় বন্যার সময় সকলে আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিতে পারছে না। এ কারণে হতাহতের সংখ্যাও বেশী হয়।
তাই এখানে আরো আশ্রয়কেন্দ্র নির্মাণ ও সচেতন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার টুম্পা মুঠোফোনে বলেন, উপজেলার সকল সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশ্রাফুল আলম বলেন, হামুন মোকাবেলায় প্রস্তুতি হিসেবে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছি। উপজেলার সকল সাইক্লোন শেল্টারগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখা হয়েছে । বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত শুকনা খাবারের মজুদ রাখার জন্য ব্যবস্থা নিয়েছি।

শেয়ার করুনঃ