ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পশ্চিম গুজরায় ডাঃ নিকুন্জ বিহারী বড়ুয়া ও পঞ্চলতা বড়ুয়ার স্মরনসভা

রাউজান উপজেলাধীন পশ্চিম গুজরা কাঝরদীঘির পাড় গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত ডাঃ নিকুন্জ বিহারী বড়ুয়া ও প্রয়াতা পঞ্চলতা বড়ুয়ার স্মরনে সংঘদান , আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ঐতিয্যবাহী কাঝরদীঘির পাড় গ্রামের সম্রান্ত পরিবারের জন্মজাত কৃতিসন্তান প্রয়াত ডাঃ নিকুন্জ বিহারী বড়ুয়া ও প্রয়াতা পঞ্চলতা বড়ুয়ার পূণ্যস্মৃতি স্বরনে তাদের পরিবার তাদের প্রবাসী পুত্রকন্যাগনের সার্বিক সহযোগিতায় অষ্টপরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এই আয়োজনে সভাপতির আসন অলংকৃত করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ সংঘনায়ক সদ্ধর্মরশ্নি শ্রীমৎ রতনশ্রী মহাথের উদ্ভোধকের আসন অলংকৃত করেন শিক্ষাবিদ সুনন্দ মহাথেরো , সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা ।
প্রধান অথিতির আসন অলংকৃত করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের ।
প্রধান সদ্ধর্মদেশক হিসাবে মঞ্চে আসীন হন প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো মহোদয়, ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা । প্রধান আলোচক ছিলেন ১১নং পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ ।
মহতি এই আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো উদ্ধর্তন সহ সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। অধ্যাপক বিপুলানন্দ মহাথেরো সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা । ধর্মসেনাপতি শ্রীমৎ অভয়ানন্দ মহাথেরো উদ্ধর্তন সহ সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ , শাসনসারথি শ্রীমৎ তিসসানন্দ মহাথেরো, অধ্যক্ষ পাচঁখাইন অমরানন্দ বিহার! ড. প্রিয়দর্শী মহাথেরো যুগ্ন মহাসচিব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা শ্রীমৎ সচ্চিতানন্দ মহাথেরো অধ্যক্ষ কাঝরদীঘির পাড় জেতবন বিহার এবং ধর্মালোচক হিসাবে উপস্থিত ছিলেন সংঘসুহৃদ ধর্মপ্রিয় মহাথেরো- এম এ, সভাপতি বাংলাদেশ বুড্ডিষ্ট মং সোসাইটি ।
পুজনীয় ভিক্ষু সংঘকে পুস্প দিয়ে পুজার পর
মাঙ্গলীক এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন রাউজান প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি, অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বহু গ্রন্থ প্রণেতা দীপংকর বড়ুয়া, ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রিয় কমিটির কারক সদস্য এবং অতি সম্প্রতি নবগঠিত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি হিসাবে মনোনিত, সাংগঠনিক ব্যক্তিত্ব ও দীপংকর সুপ্রভা ট্রাষ্ট’র সভাপতি বাবু মৃদুল কান্তি বড়ুয়া ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাবু অংশুমান বড়ুয়া কার্যনিবার্হী সদস্য রাউজান উপজেলা আওয়ামীলীগ।
অনুষ্ঠানে আরো উপন্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের প্রচার সম্পাদক সওজ কর্মকর্তা বাবু বিশ্বজিত বড়ুয়া! প্রাক্তন প্রধান শিক্ষক শাক্যপদ বড়ুয়া ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার বাবু জগদীস বড়ুয়া সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

শেয়ার করুনঃ