ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

ক্যাম্পাসে বহিরাগত নারী ধর্ষণের মূল কারণ বিচারহীনতার সংস্কৃতি

ডেস্ক রিপোর্ট :

জাবিতে নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’
বিক্ষোভ-প্রতিবাদে নিপীড়কদের মূলোৎপাটনে জোর

জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বালন করে প্রতিবাদ জানান। প্রবা ফটো

জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বালন করে প্রতিবাদ জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ ঘটনায় বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রেখেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। নানা কর্মসূচি থেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ঘটনায় মদদদাতাদের বিচারের মুখোমুখি করার দাবি আরও জোরালো হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, ক্যাম্পাসে বহিরাগত নারী ধর্ষণের মূল কারণ বিচারহীনতার সংস্কৃতি। তাই নিপীড়কদের মূলোৎপাটন করতে হবে। এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত ও তাদের পালাতে সহায়তাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ বলছে, পলাতক দুই আসামিকে ধরতে তাদের অভিযান জোরদার করা হয়েছে। রিমান্ডে থাকা আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ঘটনার নিন্দা জানিয়েছে উদ্বেগ প্রকাশ করেছে আরও বেশ কিছু সংগঠন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে ধর্ষণ ও নিপীড়নবিরোধী গণপোস্টারিং করা হয়। দুপুরে নতুন কলা ভবনের সামনে মানববন্ধন  করেন  আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা হয়ে মীর মশাররফ হোসেন হলের সামনে যায়। সেখানে তারা কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। পরে শহীদ মিনার নতুন কলা ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ধর্ষণ ও নিপীড়নবিরোধী নানা স্লোগান দেন। একই সময়ে নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নমূলক ঘটনাগুলোর বিচার নিশ্চিতে আন্দোলনের রূপরেখা বাস্তবায়নে ‘নিপীড়নবিরোধী মঞ্চ’ নামে প্ল্যাটফর্ম গঠন করা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হবে।

যা বলছেন আন্দোলনকারীরা 

গণপোস্টারিং চলাকালে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার আগেও বহু নিপীড়নের ঘটনা ঘটেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিপীড়কদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা চলছেই। আমরা ধর্ষকদের শাস্তি নিশ্চিত করাসহ এর আগের নিপীড়নের অমীমাংসিত ঘটনাগুলোর বিচার নিশ্চিত চাই।’

এ সময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম মুধা বলেন, ‘যারা ধর্ষকদের আশ্রয় ও প্রশ্রয়দাতা তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই। এ ধরনের ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। প্রশাসনের কাছে দাবি থাকবে, যেসব শাস্তি ধর্ষকদের দেওয়া হয়েছে তার যেন যথাযথ বাস্তবায়ন হয়। তা নাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষার্থীরা বলেন, বহিরাগতের প্রবেশে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি যেন বাস্তবে প্রতিফলন দেখা যায়। হল থেকে দ্রুততম সময়ে অছাত্রদের বের করতে হবে।

উল্লেখ্য, গত শনিবার রাতে জাবির আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্তদের ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয় থেকে পালাতে সহায়তা করে বলেও অভিযোগ আছে। গত রবিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভা ডেকে অভিযুক্ত ছয় শিক্ষার্থীর সনদ স্থগিত করেছে। তাদের মধ্যে তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে চার সদস্যের কমিটি। গতকাল ধর্ষণে অভিযুক্ত ও তাদের পালাতে সহায়তাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু হাসান।

যা বলছে জাবির নিপীড়নবিরোধী মঞ্চ 

মঞ্চের সংগঠকরা জানান, জাবিতে সম্প্রতি অন্যায়-অপকর্ম ও নিপীড়নের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের এক শিক্ষক থেকে শুরু করে মীর মশাররফ হোসেন হলের পাশের জঙ্গলে বহিরাগত নারী ধর্ষণের মূল কারণ বিচারহীনতার সংস্কৃতি। এই সংস্কৃতি এখনই বন্ধ না করলে নিপীড়করা সাহস পেয়ে যাবে। তাদের এখনই মূলোৎপাটন করতেই গতকাল এই মঞ্চ গঠন করা হয়েছে। মঞ্চের সংগঠক ও ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলি বলেন, ‘যারা এই আন্দোলনকে পরিচালনা করবে তাদের নিয়ে আজ বেলা ১১টায় মঞ্চের কমিটি ঘোষণা করা হবে। এই মঞ্চ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের। এটি বিশ্ববিদ্যালয়ে চলমান সব অন্যায়-অপকর্ম, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে কাজ করবে।

ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেকোনো অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে বিভিন্ন ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করা হয়। সবার শেষে স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়। এই কমিটি পূর্বে গঠিত কমিটিগুলোর প্রতিবেদনের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে স্ট্রাকচার্ড কমিটি গঠনের দীর্ঘদিন পেরিয়ে গেলেও তার বিচার নিশ্চিত করা হয়নি। উপাচার্য কমিটির প্রধান হয়েও বিচার করছেন না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এ ধরনের ঘটনার পুরোপরি দায় উপাচার্যকে নিতে হবে।’

গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ

মামলার আসামিদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাহ পরান ও বহিরাগত মামুন এখনও পলাতক আছেন। তাদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ওই নারী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রয়েছেন।’

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে জানান, রিমান্ডে চার আসামি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই চলছে। এখনও দুই আসামি গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, শিগগিরিই তাদের গ্রেপ্তার করা যাবে। পুলিশ এ মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

সন্মিলিত সামাজিক আন্দোলনের উদ্বেগ

জাবিতে নারীকে ‘ধর্ষণের ঘটনায়’ সন্মিলিত সামাজিক আন্দোলন সহ নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)  উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো সন্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সই করা যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ ও দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দেশের বিশ্ববিদ্যালয় হলো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান, জ্ঞান চর্চাকেন্দ্র। এখান থেকেই জ্ঞানের উৎপত্তি ও বিকাশ ঘটে এবং শিক্ষার্থীরা জীবনমুখী ও নৈতিক শিক্ষা পায়। তাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই যখন ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটে, তখন আমরা অবাক ও ক্ষুব্ধ না হয়ে পারি না। তা ছাড়া ধর্ষণের মতো অপরাধ ও অবক্ষয়ের বিরুদ্ধে যে তরুণ শিক্ষার্থীদের প্রতিবাদ জানানো ও প্রতিরোধ গড়ে তোলার কথা সেখানে তাদের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ ওঠা আমাদের মনে শঙ্কা তৈরি করছে। তা ছাড়া বিচারহীনতার সংস্কৃতির কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরির অভিযোগসহ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিও আমাদের শঙ্কার আরেকটি কারণ।

শেয়ার করুনঃ